ভারতে আসবে গাড়ির বিপ্লব! সবথেকে সস্তা ও তেল খরচা কম SUV CAR লঞ্চ করতে চলেছে টাটা গ্রুপ।
গাড়ির মার্কেটের হিসেবে ভারত (India) সারা বিশ্বে পঞ্চম বৃহত্তম দেশ। কিন্তু সারা ইউরোপকে একটাই দেশ হিসেবে না ধরে আলাদা আলাদা দেশে ভেঙে দিলে সারা বিশ্বে আমেরিকা, চিন এবং জাপানের পর চতুর্থ বৃহত্তম মার্কেট ভারত। আর এই বিপুল বাজারকে লক্ষ্য করে এদেশে বহু বিদেশি কোম্পানিও নিজের ব্যবসা বাড়াতে এসে হাজির হয়েছে। কিন্তু দাম আর পারফরম্যান্স এর হিসেবে দেশীয় সংস্থা যেমন টাটা এবং মহিন্দ্র এদের জুড়ি নেই। তবে এবার টাটা যে পদক্ষেপ গ্রহণ করেছে তাতে গাড়ির বাজারে এক বিপ্লব আনতে চলেছে তারা।
টাটা কোম্পানির প্রধান লক্ষ্য এখন দেশের বাজারে টপ পজিশনে পৌছানো। একের পর এক মারাত্মক গাড়ি এনে পুরো বাজারকে চমকে দিয়েছে তারা। আগে শুধুই হালকা গাড়ি লঞ্চ করলেও একের পর ভারী গাড়ি লঞ্চ করে সারা বাজারকে চমকে দিয়ে আবারো মাঝারি গাড়ির সেগমেন্টে এক নতুন SUV নিয়ে হাজির হয়েছে তারা। আর এই গাড়ির ফার্স্ট লুক দেখে অবাক হয়েছেন অনেকেই।
শীঘ্রই ভারতীয় বাজারে দেখা যাবে Tata Blackbird SUV কে। প্রথমে পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনে লঞ্চ হলেও শীঘ্রই এই গাড়ির একটি ইলেকট্রিক ভার্সনও ভারতীয় বাজারে আস্তে চলেছে। এবার এই গাড়ির লুক সম্পর্কে বললে অনেকেই Tata Safari এর ডার্ক এডিশনের সাথে মিল পেয়ে যাবেন। কিন্তু এই গাড়ি আরো বিলাসবহূল এবং আরো বলশালী হতে চলেছে বলে জানিয়েছে টাটা গোষ্ঠী। গাড়ির কেবিন থেকে ছাদ সমস্ত কিছুকেই নতুন ভাবে তৈরি করেছে টাটা মোটরস।
যদিও গাড়ির ইন্টেরিয়র সম্পর্কে এখনো সেরকম তথ্য পাওয়া যায়নি, কিন্তু জানা যাচ্ছে যে Tata Nexon এর থেকে আকারে কিছুটা বড়ই হতে চলেছে এই গাড়ি। গাড়ির বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে বলতে হলে বলা যায় যে, Tata Blackbird এ থাকবে টু-স্পোক স্টিয়ারিং হুইল, উচ্চমানের শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র, রিয়েল মাল্টিভিউ ক্যামেরা, রিয়েল পার্কিং সেন্সর এবং পুশ বোতাম স্টার্ট/স্টপের মতো বৈশিষ্ট্য। এছাড়া সেখানে দুই প্রকারের ইঞ্জিন মিলবে, একটির সাইজ হলো ১.৫ লিটার এর এবং অপরটির সাইজ ১.২ লিটার।