CISF SI Recruitment : স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সাব ইনস্পেক্টর পদে ১৫৯৭ টি শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যজুড়ে সকল ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদনের জন্য কেবল অনলাইন মাধ্যমেই আবেদন করা যাবে। ইচ্ছুক সকল পরীক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা নিচে বিশদে দেওয়া হল ।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1yNRV5VO_5PTEWAnMiBbpBC3zlsGI844L/view?usp=sharing
শিক্ষাগত যোগ্যতা :
- ক্রীড়াক্ষেত্রে সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রার্থীর বয়স অবশ্যই ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর সর্বোচ্চ জন্মসাল ১৯৯৯ অবধি ধরা যেতে পারে।
- ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক পাস করে রাখতে হবে।
শূন্যপদ : মোট শূন্যপদ আছে ১৫৯৭ টি।
- পুরুষের জন্য শূন্যপদ আছে ১৪৩৭ টি ও
- মহিলাদের জন্য শূন্যপদ আছে মোট ১৬০ টি।
বেতন : প্রার্থীর মাসিক বেতন হবে ৩৫০০০ থেকে ১,১২, ৪০০ টাকা অবধি।
শারীরিক পরীক্ষা প্রার্থীদের : এই পদে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা প্রার্থীদের কি কি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- পুরুষ প্রার্থীদের জন্য :
- 16 সেকেন্ডে 100 মিটার দৌড়।
- 6.5 মিনিটে 1.6 কিমি দৌড়।
- লং জাম্প : ৩টি সুযোগে ৩.৬৫মি।
- হাই জাম্প : 3 সুযোগে 1.2 মিটার।
- বনাম শট পুট (16 পাউন্ড) : 3 চান্সে 4.5 মিটার।
2. মহিলা প্রার্থীদের জন্য :
- 18 সেকেন্ডে 100 মিটার দৌড়।
- 4 মিনিটে 800 মিটার দৌড়।
- লং জাম্প : ৩টি সুযোগে ২.৭মি।
- হাই জাম্প : 3টি চান্সে 0.9মি।
আবেদন মূল্য :
- সংরক্ষণ শ্রেণী, মহিলা ও সৈনিক কর্মচারীদের জন্য আবেদন মূল্য দিতে হবে না।
- অন্যান্য ক্যাটেগোরির জন্য আবেদন মূল্য বাবদ ১০০ টাকা হিসেবে ধার্য করা হয়েছে।
- প্রার্থীরা এই মূল্য BHIM, UPI, নেট ব্যাঙ্কিং, অথবা Visa, Master Card, Maestro, বা RuPay ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পরিশোধ করতে পরেন।
নির্বাচন প্রক্রিয়া : প্রার্থীদের বেশ কিছু ধাপে যাচাই করে তারপর নিয়োগ নেওয়া হবে।
- প্রথমত কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও শারীরিক সহনশীলতার পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে।
- এরপর উত্তীর্ণ প্রার্থীদের মেডিক্যাল টেস্ট করে অন্তিম পর্বের প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি :
ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই স্টাফ সিলেকশন কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরন করবেন –
- প্রথমে প্রার্থীকে অফিসিয়াল সাইট www.ssc.nic.in গিয়ে প্রবেশ করতে হবে।
Click here for Official Website : www.ssc.nic.in
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সফলভাবে করতে হবে।
- পূনরায় লগইন করে আবেদন পত্র খুলে সঠিকভাবে সকল তথ্য দিয়ে আবেদন পূরন করতে হবে।
- অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন : CLW Recruitment 2024 : CLW নিয়োগ 2024 !!! 492 টি শূন্যপদ !!! বিস্তারিত দেখুন !!!