CTET 2023 : টেট পরীক্ষার তারিখ প্রকাশিত হল !!! ডাউনলোড করবেন অ্যাডমিট কিভাবে ??? জেনে নিন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

CTET 2023 : রাজ্যের তরফে যেমন টেট পরীক্ষার আয়োজন যেমন করা হয়, তেমনই কেন্দ্রীয় ভাবেও পরিচালিত হয় টেট (CTET 2023)। কেন্দ্রের টেট পরীক্ষা ‘সিটেট’ নামে পরিচিত। আগামী ২০ অগাস্ট ‘সিটেট’ পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ১৭তম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) পরিচালনা করবে।

পরীক্ষার জন্য আবেদন (Apply) করেছেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। তার মধ্যেই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশিত হবার ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে। আগামী ১৮ আগস্ট এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ (Admit Card Publish) করবে CBSE! প্রার্থীরা CBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড (Admit Card Download) করতে পারবেন।

কিভাবে ডাউনলোড করবেন?

  • পরীক্ষার্থীরা ctet.nic.in-এই ওয়েবসাইট ভিজিট করে,

Click here for Official Website : ctet.nic.in

  • অ্যাডমিট ডাউনলোডের লিঙ্কে ক্লিক করে, প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করলে নিজেদের অ্যাডমিট পেয়ে যাবেন।
  • পরীক্ষার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Click here for Downloads CTET Admit Card : https://examinationservices.nic.in/ExamSysctet/downloadadmitCard/frmAuthforCity.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNn6G6MrISFYkP/KS0u6H4wm

কিছু গুরুত্বপূর্ণ কথা :

  • Admit Card ব্যতীত কোনোভাবেই পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা।
  • পরীক্ষাটি নেওয়া হবে দুটি শিফটে।
  • এই দুটি শিফটের মধ্যে Paper 1 এর পরীক্ষাটি নেওয়া হবে সকাল সাড়ে নটা থেকে বেলা বারোটা।
  • দ্বিতীয় শিফটে অর্থাৎ Paper 2 এর পরীক্ষাটি নেওয়া হবে বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এই শিফটে।

আরও পড়ুন : West Bengal Anganwadi Kormi Recruitment 2023 : রাজ্যে ১৫৮২ টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ !!! অষ্টম ও দশম পাশে আবেদন করুন!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles