PM Yashasvi Scholarship 2023 : Ministry of Social Justice and Empowerment এর অন্তর্ভুক্ত এবং National Testing Agency এর দ্বারা পরিচালিত একটি অত্যন্ত সুপরিচিত স্কলারশিপ স্কিম হল PM YASASVI Scholarship. মূলত, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের আগে তাদের একটি প্রবেশিকা মাধ্যমে বাছাই করা হয়ে থাকে। আগামী ১৭ আগষ্ট তারিখ পর্যন্ত ২০২৩ সেশনের জন্য আবেদন প্রক্রিয়া চলবে।
PM যশস্বী স্কলারশিপ (PM Yashasvi Scholarship Overview)
Name of the Scholarship | PM YASASVI Scholarship Scheme 2023 |
Department | Ministry Of Social justice and Empowerment |
Launched By | Central of India |
Purpose | Exam for selection of candidates belonging to OBC, EBC, and DNT categories, studying in Class IX and Class XI for the award of scholarship for studying in Schools identified by the MSJ&E. |
Benefits | Scholarship for meritorious students |
Apply Online | Exam for selection of candidates belonging to OBC, EBC and DNT categories, studying in Class IX and Class XI for the award of scholarship for studying in Schools identified by the MSJ&E. |
Examination date | 11 September 2023 |
Class | Class 9 or 11 |
Total time allotted for the exam | 3 hours |
Date of the Entrance Test | 29 September 2023 (Friday) |
Examination Mode | Computer-based test (CBT) online |
Exam Pattern | The objective type comprises 100 multiple-choice questions. |
Language | English and Hindi |
Exam fee | Candidates are not required to pay any exam fees. |
Official Website | https://yet.nta.ac.in |
Helpline numbers for NTA | 011-40759000, 011-6922 7700 (from 10.00 AM to 5.00 PM). |
কি কি যোগ্যতা প্রয়োজন?
- কেন্দ্র সরকারের তরফ থেকে শুধুমাত্র নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের PM YASASVI SCHOLARSHIP এর টাকা দেবে।
- নবম শ্রেণী পড়ুয়াদের জন্ম হতে হবে ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে এবং একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বয়স হতে হবে ২০০৪ থেকে ২০০৮ সালের জন্ম তারিখের মধ্যে।
- PM YASASVI SCHOLARSHIP আবেদনকারী ছাত্র-ছাত্রীদের OBC অর্থাৎ EBC এবং DNT শ্রেণীভুক্ত হতে হবে।
- পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষের বেশি হলে এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য নয়।
- স্কলারশিপের টাকা পেতে অবশ্যই একটি পরীক্ষা রয়েছে যা ভারতবর্ষের ৭৮ টি গুরুত্বপূর্ণ শহরে আয়োজন করা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই স্কলারশিপের টাকা পাবে ছাত্রছাত্রীরা।
কিভাবে আবেদন করবে?
- প্রথমত আবেদন করতে অফিসের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
Download Information Bulletin for Fill Up Online Application or Official Notification : https://drive.google.com/file/d/1wJFCAbU8uDxQz9J0VoT3CbgnxKJ00L6T/view?usp=sharing
- দ্বিতীয়ত নতুন ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি LOGIN আইডি তৈরি হবে যার মাধ্যমে লগইন করতে হবে।
Click here for 1st Time Registration or Create Login ID : https://yet.nta.ac.in/frontend/web/registration/create
Click here for login of Already Registered Candidates : https://yet.nta.ac.in/
- তৃতীয়ত তো ফরম ফিলাপ করার সময় আপনার যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে এবং ফরম ফিলাপ সম্পূর্ণ করার পরে একটি প্রিন্ট আউট ডাউনলোড করে রাখবেন।
PM YASASVI SCHOLARSHIP আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি?
- ছাত্র ছাত্রীর শেষ ক্লাসের মার্কশিট।
- ছাত্র ছাত্রীর পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
- আবেদনকারীর আধার কার্ড।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক হতে হবে।
- পাসপোর্ট সাইজের ফটো।
- আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট।
PM যশস্বী স্কলারশিপে বয়সসীমা।
Class | Age Limit |
Class 9th | 01.04.2007 to 31.03.2011 (both days inclusive). |
Class 10th | 01.04.2005 to 31.03.2009 (both days inclusive). |
PM যশস্বী স্কলারশিপে পরীক্ষার বিবরণ :
Mode of conducting the Exam | Computer Based Test(CBT) |
Pattern of the Exam | Objective Type comprising 100 Multiple Choice Questions(MCQs) |
Duration | 3 hours |
Medium | English and Hindi |
Date of exam | 11.09.2022(Sunday) |
Exam cities | Exam will be held in 78 cities across India |
Exam fee | Candidates are not required to pay any exam fee. |
How to apply | Candidates are required to apply online at https://yet.nta.ac.in |
Submission of online application forms for the test | From 27.07.2022 to 26.08.2022( Upto 11.50 PM) |
- 2½ ঘন্টা (150 মিনিট)
- 4টি বিকল্প Multiple choice
- শুধুমাত্র একটি সঠিক response
- নেগেটিভ মার্কিং নেই
- পরীক্ষার মোড -Paper and Pen Mode (OMR)
- প্রশ্নপত্রের ভাষা (হিন্দি এবং ইংরেজি)
Subject | Number of Questions | Total Marks |
Mathematics | 30 | 30 |
Science | 25 | 25 |
Social Science | 25 | 25 |
General Awareness/Knowledge | 20 | 20 |
Total | 100 | 100 |
PM যশস্বী স্কলারশিপে স্কুলের তালিকা দেখুন।
- PM যশস্বী স্কলারশিপে প্রকল্পের official website খুলুন।
Click here for Official Website : https://yet.nta.ac.in/
- স্ক্রিনে website এর Home page খুলবে।
- এখন home স্ক্রীন থেকে school options এর তালিকা select করুন।
Click here for Download School List : https://yet.nta.ac.in/frontend/web/schoollists/index
- একটি new page দেখতে পাবেন যেখানে আপনাকে রাজ্য, শহর/জেলা এবং স্কুলের নাম select করতে হবে।
- select করলে, স্কুলের তালিকা screen এ দেখতে পাবেন ।
Contact Details :
- NTA Help Desk: 011-69227700, 011-40759000
- NTA Email address: yet@nta.ac.in
- Website: www.nta.ac.in, yet.nta.ac.in, socialjustice.gov.in