DA News WB : DA নিয়ে খুশির খবর, 3 শতাংশ DA ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের l

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

DA News WB : DA নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে তার মধ্যেই রাজ্যের অর্থ দপ্তর থেকে খুশির খবর শোনানো হল, এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হল কর্মচারীদের 3% মহার্ঘ্য ভাতা দিতে চলেছে রাজ্য সরকার l

আপনি কি সরকারি বা বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত?

সরকারি হোক কিংবা বেসরকারি রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএ (DA News WB) প্রসঙ্গে বিতর্ক যেনো থামতে চাইছে না। আর এ নিয়ে সরকারি এবং বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেই রীতিমতো ক্ষোভ বাড়ছে। এমত অবস্থায় অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, সরকারি এবং বেসরকারি সমস্ত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি করা হবে।

ডিয়ারনেস এলাউন্স বা ডিএ(DA) বাড়ার ফলে স্যালারি কত হতে পারে সরকারি বা বেসরকারি কর্মচারীদের?

বিজ্ঞপ্তি জারি করে জানানো হল কর্মচারীদের 3% মহার্ঘ্য ভাতা(DA News WB) দিতে চলেছে রাজ্য সরকার l এই বর্ধিত মহার্ঘ্য ভাতা বেসিক পে এর 3% হারে গত ২০২১ এর জানুয়ারি থেকে চালু হচ্ছে যার ফলে বেতন বাড়তে চলেছে অনেকটাই l

অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি অনুযায়ী কাদের ডিয়ারনেস এলাউন্স বা ডিএ(DA) বাড়তে চলেছে?

অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি অনুসারে বেতন বাড়তে চলেছে সরকার পোষিত ও সরকার অনুমোদিত শিক্ষক, শিক্ষা কর্মীদের যারা কলেজ ও উচ্চ শিক্ষা দপ্তরে কর্মরত (Non-Govt. Educational Institutions এবং অন্যান্য Govt. Aided/ Sponsored Organizations)l অর্থ দপ্তরে বিজ্ঞপ্তি অনুসারে উচ্চ শিক্ষা দফতর থেকে তাদের কর্মীদের জন্য 3% ডিএ-র ম্যাচিং বিজ্ঞপ্তি প্রকাশ হল। 01-01-2021 তারিখ থেকে এর এফেক্ট হবে। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ(3%) ডিএয়ের(DA) যে বিজ্ঞপ্তি
ঘোষণা করা হয়েছিল, তা এবার উচ্চশিক্ষা দফতরের তরফে প্রকাশ করা হল।

Click Here for Official Notification

ডিয়ারনেস এলাউন্স বা ডিএ(DA) সম্পর্কিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তর আরো কি কি বলেছে?

  1.  ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে রাজ্য সরকার তরফে স্বীকৃত, সাহায্যপ্রাপ্ত, স্পনসরড,
    বেসরকারি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির পূর্ণ সময়ের জন্য অনুমোদিত শিক্ষক এবং অন্যান্য যে সকল স্টাফ রয়েছেন তাদের 01-01-2021 তারিখের বেতন অনুসারে 3 শতাংশ (%) ডিএ বৃদ্ধি করা হবে
  2. উপরোক্ত কর্মচারীদের মধ্যে যারা এখনো পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুসারে প্রাক-সংশোধিত বেতন কাঠামোতে বেতন পাচ্ছেন তাদের ডিএ প্রায় 125 থেকে 133 শতাংশ (%) বৃদ্ধি করার সুপারিশ নির্দেশ দেওয়া হয়েছে।
  3. নন-গভর্নমেন্ট কলেজ কিংবা এডুকেশনাল ইনস্টিটিউটের ক্ষেত্রে যেসকল কর্মীদের বেতন কোনো সংবিধিবদ্ধ আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না তাদের ad-hoc 17 টাকা/দিন বৃদ্ধি করা হবে।
  4. উপরে উল্লিখিত কর্মীদের অর্থ দপ্তরের তরফে মঞ্জুর করা ডিএ (Dearness Allowances)
    নিকটতম টাকার পূর্ণমানে প্রদান করা হবে।

এছাড়াও উচ্চশিক্ষা দপ্তরের যেসমস্ত কর্মীরা দৈনিক মজুরী বা ভাতার ভিত্তিতে কাজ করেন, তাদেরও দৈনিক ভাতা 17 টাকা করে বৃদ্ধির অনুমোদন (DA Announcement) দেওয়া হয়েছে। এক্ষেত্রেও 1 st জানুয়ারী 2021 থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Dearness Allowance – সরকারি কর্মচারীদের ডিএ কবে বাড়বে, কি ঘোষণা সরকারের।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles