DRDO Recruitment 2023 : ভারতীয় সেনার নাভাল সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। শুধু বিনামূল্যে প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় সেনার চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য থাকল আজকের এই প্রতিবেদনে।
Employment No.- NSTL/APPRENTICESHIP/01/2023
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1fegYDOUPmMgsd-WXQpMXKOdrKnKS2A-z/view?usp=sharing
প্রশিক্ষণের নাম(Name of the Training) – Apprenticeship training to Graduate/Diploma/ITI candidates
মোট শূন্যপদ (Number of Vacancy) – ৬২ টি।
যেসব ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হলো(The trades in which this training will be given are) – Graduate Apprentice, Diploma Apprentice এবং ITI Trade Apprentice
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) –
- Graduate Apprentice এর ক্ষেত্রে Mechanical, Naval Architecture, Computer Science, Electronics & Communication, Electronics & Instrumentation Electrical & Electronics Graduate ইঞ্জিনিয়ারিং পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
- Diploma Apprentice এর ক্ষেত্রে Computer Science, Chemical Engineering, Electrical & Electronics Engineering, Electronics & Instrumentation, Commercial and Computer, Practice Mechanical Diploma ইঞ্জিনিয়ারিং পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
- ITI Trade Apprentice এর ক্ষেত্রে CNC Operator, Computer Operator & Programming, Assistant (COPA), Electrician, Welder (Gas & Electric), Turner, Fitter, Mechanist ইত্যাদি ট্রেডে ITI পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা(Age Limit) – বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রশিক্ষণের সময়সীমা(Training period) – ১ বছর।
স্টাইপেন্ড(Stipend) –
- প্রশিক্ষণ চলাকালীন Graduate Apprentice দের ৯০০০/- টাকা।
- Diploma Apprentice দের ৮০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
- ITI Trade Apprentice দের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টাকার কথা উল্লেখ করা হয়নি।
আবেদন পদ্ধতি(Application Procedure) – অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করে admin.dept.nstl@gov.in এই ইমেইল আইডিতে পাঠাতে হবে।


আবেদনের শেষ তারিখ(Last Date of Application) – বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে।
আরও পড়ুন :India Government Mint Recruitment 2023 : Apply Online | 74 Vacancies Opening |