ECIL Recruitment 2024 : ECIL – এ নিয়োগ বিজ্ঞপ্তি !!! শূন্যপদ 1100 !!! বেতন 22,528/- টাকা !!!

WhatsApp Group Join Now
Google News Follow

ECIL Recruitment 2024 : ECIL – এর তরফে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে।অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী।

নিয়োগকারী সংস্থা : ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED এর তরফে নিয়োগ করা হবে কর্মী।

Click here for Official Website : https://www.ecil.co.in/

পদের নাম : জুনিয়র টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ : 1100 টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতন : মাসিক গড় বেতন 22,528/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন পদ্ধতি : 

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1s2LF3YJsCmwdzqZtQmmpaY_2uwIKF3uv/view?usp=sharing

  • অনলাইন আবেদনের লিংক ভিজিট করে নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ এবং রেজিস্ট্রেশন করুন।

    ECIL Recruitment 2024
    ECIL Recruitment 2024

Click here for Apply Online : https://ecerp01.ecil.gov.in/ecilerec#

  • নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি দিন।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করুন।
  • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

Re-Print the Submitted Application Form : https://ecerp01.ecil.gov.in/ecilerec/reprint#

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত যেকোনো সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করে থাকতে হবে।

বয়সসীমা : বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর অর্থাৎ এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।

আবেদনের সময়সীমা : আগামী 16/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন : Railway Apprentice Recruitment 2024 : 1646 শূন্যপদে রেলে নতুন নিয়োগ !!! অনলাইনে আবেদন করার শেষ তারিখ 10-02-2024 !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles