Elastic Run Recruitment 2023 : অষ্টম থেকে দ্বাদশ পাশে কাজের সুযোগ কলকাতাতে!!!অনলাইনে আবেদন শুরু!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Elastic Run Recruitment 2023 : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কলকাতাতে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক  -এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি বেরিয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদনযোগ্য। অষ্টম শ্রেণী পাশ থেকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় প্রার্থীর আবেদন করতে পারবেন। এখানে মোট ২০০ টি শূন্যপদ রয়েছে।

Click here for Official Website or Know More Details : https://employmentbankwb.gov.in/

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1tiYCWowzNEB7g4mq6dINuAGEC1aMopWN/view?usp=sharing

নিয়োগকারী সংস্থা ELASTIC RUN
আবেদন মাধ্যম অনলাইন
আবেদন শেষ ১৭ সেপ্টেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইট employmentbankwb.gov.in

 

পদের নাম : Elastic Run কোম্পানিতে পার্সেলডেলিভারিবয় পদে প্রার্থী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ : সব মিলিয়ে মোট ২০০জন প্রার্থী নিয়োগ করা হবে। কলকাতার গিরিশ পার্কে ১০০ জন এবং দমদমে ১০০ জন প্রার্থী নিয়োগ করা হবে।

সুবিধা কি কি পাবেন : ডরমেন্টরি রুম ফ্রি, এবং সাইকেল ফ্রি।

ডিউটি ঘণ্টা : চাকরি প্রাপ্ত প্রার্থীদের ৮ ঘণ্টা ডিউটি করতে হবে। সপ্তাহে এক দিন ছুটি পাবেন।

শিক্ষাগত যোগ্যতা : এখানে আবেদন করার জন্য ৮, ৯, ১০, ১১, ১২ শ্রেণী পাশ হতে হবে। তবে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা : পাশাপাশি সাইকেল চালানো জানতে হবে (সর্বোচ্চ ২ থেকে ৩ কিমি)। প্রার্থীর এন্ড্রয়েড ফোন অবশ্যই থাকতে হবে।

বয়সসীমা : আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছর হতে হবে ।

বেতন : প্রার্থীদের প্রতিমাসে ১২,০০০/- টাকা থেকে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

    Elastic Run Recruitment 2023
    Elastic Run Recruitment 2023
  • আবেদন করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।

Click here for Online Application or Fill Up the Google Form : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfCSrXEZ7JvfdtPnx2ci-YypeGBLKwS1zsQfuN5lViICIJB9g/viewform

  • এরপর কোম্পানির তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করে নিয়োগ করবে।

প্রয়োজনীয় নথি : Joining এর সময় যেসমস্ত ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে, সেগুলি হলো –

  • আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড
  • ব্যাংক পাশবুক,
  • নিজের ছবি (চার কপি)।

আবেদনের শেষ তারিখ : আবেদন করার শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। তবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ উল্লেখ রয়েছে।

আরও পড়ুন : West Bengal Anganwadi Recruitment 2023 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ রাজ্যে,আবেদন করুন অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles