Raman Kant Munjal Scholarship 2023 : নতুন প্রাইভেট স্কলারশিপ!!!পড়ুয়ারা পাবে ৪০ হাজার টাকা, অনলাইনে আবেদন জেনে নিন!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Raman Kant Munjal Scholarship 2023 : রাজ্য সরকার ও কেন্দ্র সরকার নানান রকম সরকারি প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিলেও অনেক ছাত্রছাত্রী বাদ পড়ে যায় কিম্বা সরকারি কলারশিপের টাকার পরিমাণ ছাত্র ছাত্রীদের পড়াশোনার খরচ পুরোটা মেটাতে পারে না। তাই সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট কিছু সংস্থা এবং কর্পোরেট কোম্পানি আর্থিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সরকারি স্কলারশিপের পাশাপাশি তাই বেসরকারি এই স্কলারশিপ গুলো অনেক জনপ্রিয়।

আজকের প্রতিবেদনই সেরকমই একটি নতুন প্রাইভেট স্কলারশিপ যেটি “Hero–FinCorp” তরফ থেকে ছাত্র-ছাত্রীদের দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা প্রয়োজন, কত টাকা পাবেন, তার সঙ্গে সঙ্গে  অনলাইনে কিভাবে আবেদন করতে পারবে সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

“Hero–FinCorp” – রমণকান্ত স্কলারশিপ : Raman Kant Munjal Scholarships হল Hero–FinCorp কোম্পানির সংস্থা Raman Kant Munjal Foundation দ্বারা পরিচালিত একটি বেসরকারি স্কলারশিপ।

প্রয়োজনীয় যোগ্যতা সমূহ রমণকান্ত স্কলারশিপ : এই স্কলারশিপে শুধুমাত্র ভারতবর্ষের পড়ুয়ারাই আবেদন করতে পারবে। এছাড়াও এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি হল-

  1. যে সমস্ত ছাত্রছাত্রীরাঅর্থ সম্পর্কিত ডিগ্রি কোর্স (Finance) নিয়ে প্রথম বর্ষে কলেজে ভর্তি হয়েছে সেই সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  2. আবেদনকারী পড়ুয়াকে অবশ্যইমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হবে।
  3. স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়ারপরিবারের বার্ষিক আয় লক্ষ টাকার নিচে হতে হবে।

বৃত্তির পরিমাণ : স্কলারশিপে পড়ুয়ারা সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে।

আবেদন পদ্ধতি : এই স্কলারশিপের আবেদন Buddy4Study পোর্টালের মাধ্যমে আপনারা নিজেদের স্মার্টফোন থেকেই ফরম ফিলাপ করতে পারবেন। তার আগে আপনাদের আপনাদের কিছু কাগজ পত্র বা ডকুমেন্ট হাতে সামনে রাখতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র : আবেদনকারীকে যেসকল নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ।
  • আবেদনকারীর দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
  • আবেদনকারীর আধার কার্ড।
  • পিতামাতার প্যান কার্ড এবং আধার কার্ড।
  • পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
  • কলেজে ভর্তির রশিদ।
  • ব্যাংকের পাসবুক।

অনলাইনে কিভাবে ফরম ফিলাপ করবেন?

  • আবেদনকারীকে প্রথমে Buddy4Study এই ওয়েবসাইটে যেতে হবে।

Click here for Apply Online : https://www.buddy4study.com/page/raman-kant-munjal-scholarships?ref=https://www.wbguider.com/hero-raman-kant-scholarship

  • এরপর Email অথবা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বার দিয়ে লগইন করে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে।
  • এরপর সমস্ত ‘Terms and Conditions’ Accept করতে হবে।
  • এরপর সর্বশেষে ফাইনাল সাবমিট করার জন্য ‘Submit’ অপশনটিতে ক্লিক করতে হবে।

আরও পড়ুন : CCRT Scholarship : পড়ুয়াদের ব্যাংক একাউন্টে ৯,০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্র !!!আবেদন এভাবে করুন!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles