Railway Recruitment 2023 : ভারতীয় রেলে কর্মী নিয়োগ, ২৮ আগস্ট পর্যন্ত আবেদন চলবে !!!

Join Our WhatsApp Group For New Update

Railway Recruitment 2023 : ভারতীয় রেলে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নর্থার্ন রেলওয়ে বিভাগে এই নিয়োগ করা হবে। যে সব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, ‌ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 754-E/ Tech.Staff/Cons./ Contractual Rectt./2023

আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.nr.indianrailways.gov.in-এ গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারেন।

Click here for Official Website : www.nr.indianrailways.gov.in

আবেদন প্রক্রিয়া চলছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট।

To read Information Bulletin :  https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1114683210245982064256.pdf

মোট শূন্যপদ : 93টি।

  • এসটিএ (সিভিল ইঞ্জিনিয়ারিং) : 60টি।
  • এসটিএ (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) : 20টি।
  • এসটিএ (সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং): ১৩টি।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1cAbeZMil_sMpYWZSpGk9N7Jj5-X5pzQx/view?usp=sharing

  1. পদের নাম – সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (সিভিল)।

মোট শূন্যপদ – ৬০ টি।

শিক্ষাগত যোগ্যতা – সিভিল ইঞ্জিনিয়ারিং -এ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে হবে।

2. পদের নাম – সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইলেকট্রিক্যাল)।

মোট শূন্যপদ – ২০ টি।

শিক্ষাগত যোগ্যতা – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে হবে।

3. পদের নাম – সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (সিগন্যাল এন্ড টেলিকম)।

মোট শূন্যপদ – ১৩ টি।

শিক্ষাগত যোগ্যতা – ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা এম.এসসি ইলেকট্রনিক্স -এ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে হবে।

To Register for Application Online :  https://cdn3.digialm.com/EForms/configuredHtml/32712/85055/Registration.html

Already Registered? To Login for Application :  https://cdn3.digialm.com/EForms/configuredHtml/32712/85055/login.html

বয়স সীমা : প্রার্থীর বয়স 20 থেকে 34 বছরের মধ্যে হতে হবে।

পারিশ্রমিক :

  • Z Class: Rs 32,000/-
  • Y Class: Rs 34,000/-
  • X Class: Rs 37,000/-

আরও পড়ুন : Recruitment in Child Protection Department : শিশু সুরক্ষা বিভাগে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ!!!সকলেই করতে পারবেন আবেদন!!!

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles