Forest Guard Recruitment : মাধ্যমিক পাশে বন দপ্তরে কর্মী নিয়োগ !!! কিভাবে আবেদন করবেন ???

Join Our WhatsApp Group For New Update

Forest Guard Recruitment : বনদপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1cg2GzHy6jQOTrwIRB67txShaKXElyBrG/view?usp=sharing

গুরুত্বপূর্ন তারিখ : 

বিজ্ঞপ্তি প্রকাশিত ২০-১০-২০২৩
আবেদন শুরু ২৬-১০-২০২৩
রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২০-১১-২০২৩
আবেদন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ২৫-১১-২০২৩

পদের নাম :

  • ফরেস্ট গার্ড,
  • ফরেস্টার,
  • লাইভস্টক ইন্সপেক্টর।

শূন্যপদ :  এখানে ২৭১২ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা : প্রার্থীদের ১৮ বছর থেকে ৩৮ বছরের বছর মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। ওড়িশা ছাড়া অন্যন্য রাজ্যের চাকরি প্রার্থীরা জেনারেল ক্যান্ডিডেটস হিসেবে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

বেতন : বেতন ২১,৭০০/- টাকা থেকে শুরু হবে এছাড়া অনেক গুলি পদ আছে এবং প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে ।

শিক্ষাগত যোগ্যতা : 

  • প্রার্থীদের অতি অবশ্যই সর্ব প্রথম ভারতীয় নাগরিক হতে হবে।
  • মাধ্যমিক বা তা সমতুল্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করা থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে।

নিয়োগ প্রক্রিয়া :  প্রার্থীদের নিয়োগ করা হবে চারটি ধাপের মাধ্যমে সর্বপ্রথম লিখিত পরীক্ষা, শারীরিক ফিটনেস এরপর হবে মেডিকেল টেস্ট ও সর্বশেষে ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

আবেদন করতে হবে কি ভাবে ?

  • আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Click here for Official Website : https://www.osssc.gov.in/Public/OSSSC/Default.aspx

Click here for 1st Time Registration for Online Application : https://www.osssc.gov.in/Public/Pages/Instruction_For_Candidate.aspx?u=n

Click here for already registered candidates for Online Application : https://www.osssc.gov.in/Public/Pages/Login.aspx

  • সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  • যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  • সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আরও পড়ুন : Maha Metro Recruitment 2023 : শিক্ষানবিশ পদ | মোট শূন্যপদ 134 | শেষ তারিখ : 28.11.2023 | অনলাইনে আবেদন করুন |

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles