Home Guard Recruitment 2023 : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে জেলা বিভিন্ন থানা এলাকায় হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলায় পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/13rRO_jzDuW-2usdpjGleqHE6TqEU1av9/view?usp=share_link
পদের নাম(Name of the Post) : হোম গার্ড।
শূন্য পদের সংখ্যা (Number of Vacancy) : ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : অষ্টম শ্রেণী পাস।
বয়স (Age Limit): প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary) : দৈনিক বেতন ৫৬৫/- টাকা।
আবেদন পদ্ধতি(Recruitment Procedure) : ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে প্রার্থীদের নিজের থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নিজেদের থানাতে গিয়ে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : ১৭ই ফেব্রুয়ারি ২০২৩।
নিয়োগ পদ্ধতি(Recruitment Procedure) : পার্থীদের লিখিত পরীক্ষা, দৌড় ও শারীরিক মাপের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান (Place of Recruitment) : পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কোতালি, শালবনী, খড়গপুর লোকাল, ডেবরা, দাঁতন সহ মোট আটটি থানায় নিয়োগ করা হবে।
আরও পড়ুন : Railway Group-D Recruitment 2023 : মাধ্যমিক পাস যোগ্যতায় গ্ৰুপ ডি কর্মী নিয়োগ |