BSNL Recruitment 2023 : BSNL কোম্পানির বিভিন্ন শাখা অফিস গুলিতে প্রায় ১২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে স্থায়ী পদে মাসিক 40,000/- টাকা বেতনে চাকরিতে নিয়োগ করা হবে। তো চলুন এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Click here for Official Notification: https://drive.google.com/file/d/1RVxxm8bh04smO5LP84UeTlspThte1VfZ/view?usp=share_link
Organization | Bharat Sanchar Nigam Limited (BSNL) |
Total Vacancies | 11705 |
Location | All Over India Apply |
Post Name | Junior Telecom Officers (JTO) |
Official Website | www.bsnl.co.in |
Applying Mode | Online |
Category | BSNL Recruitment 2023 |
শূন্যপদের নাম(Name of the Post) : Junior Telecom Officer(JTO) নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।
শূন্যপদের সংখ্যা(Number of Vacancy) : মোট শূন্যপদ ১১,৭০৫ টি ।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : Junior Telecom Officer(JTO) পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত অর্থাৎ UGC এর অধীনে থাকা যে কোনো ইউনিভার্সিটি থেকে Electronics / Radio/ Computer /Electrical /Information Technology (IT)/Instrumentation বিষয়ে B.Tech কোর্স Complete করে থাকতে হবে অথবা Electronics/Computer Science এ M.sc পাস করে থাকতে হবে।
বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PWD রা ১০-১৩ বছর পর্যন্ত সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন।
বেতন(Salary) : BSNL কোম্পানির তরফ থেকে শুরুতে প্রতি মাসে ১৬,৪০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর এই বেতনের পরিমাণ বাড়তে বাড়তে ৪০,৫০০ তে পৌঁছবে।
আবেদন পদ্ধতি(How to Apply):
- প্রথমে বিএসএনএল(BSNL) কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Click here for Official Website : https://www.bsnl.co.in/
- ওয়েবসাইটে প্রবেশ করে Junior Telecom Officer Recruitment 2023 লেখা লিঙ্কে ক্লিক করুন।
- এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে লেখা একটি Window Open হবে সেটি ভালো করে পড়ে Registration option এ ক্লিক করুন।
- এরপর যে ফর্মটি আসবে সেখানে আপনার নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাস্ট স্ট্যাটাস, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে Ok Option এ ক্লিক করুন।
- এরপর একে একে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট, অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস, এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আগে থেকে করে রাখা আপনার নিজস্ব সিগনেচারের ছবি তুলে অর্থাৎ স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
- অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় নথীপত্র(Required Documents):আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
- মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা বয়সের প্রমানপত্র হিসেবে ।
- আধার কার্ড কিংবা ভোটার কার্ড স্ক্যান করা নাগরিকত্বের প্রমান হিসেবে।
- শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
- এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
- আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
- ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
নির্বাচন পদ্ধতি(Recruitment Procedure): আবেদনকারী প্রার্থীদের ৫০ শতাংশ লিখিত পরীক্ষার মাধ্যমে ও বাকি ৫০ শতাংশ কে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করবে BSNL কোম্পানি।
আবেদনের সময়সীমা(Last Date of Application): আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে। আর এই প্রক্রিয়া চলবে প্রায় এক মাস ধরে অর্থাৎ ৩১ শে জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন : BSNL Recharge Plan : BSNL-র এই অফারে কুপোকাত Jio, Airtel, Vodafone।এক টাকারও কমে ৩৬৫ দিনের বৈধতা, কল-ডেটা!