NWDA JE And Clerk Recruitment : NWDA সংস্থায় ক্লার্ক ও অন্যান্য পদে নিয়োগ !

Join Our WhatsApp Group For New Update

NWDA JE And Clerk Recruitment 2023 : National Water Development Agency এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে।উচ্চ মাধ্যমিক পাস থেকে সমস্ত ভারতীয় নাগরিক এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থা (Recruiting Orgnasitaion)

National Water Development Agency (NWDA)

পদের নাম(Name of the Post)

ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার ও অন্যান্য
শূন্যপদ(Number of Vacancy)

৪০ টি শূন্যপদ

বেতন(Salary)

১৯,৯০০ – ১,১২,৪০০/-

আবেদন পদ্ধতি(Application Process)

অনলাইন

Website

nwda.gov.in

 

পদের নাম(Name of the Post) : National Water Development Agency তে বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

  • Junior Engineer (Civil)
  • Junior Accounts Officer
  • Draftsman Grade-III
  • Upper Division Clerk
  • Stenographer Grade-II
  • Lower Division Clerk

শূন্যপদ(Number of Vacancy) : পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হলো।

পদের নাম শূন্যপদের সংখ্যা
Junior Engineer (Civil) ১৩ টি
Junior Accounts Officer ০১ টি
Draftsman Grade-III ০৬ টি
Upper Division Clerk ০৭ টি
Stenographer Grade – II ০৯ টি
Lower Division Clerk ০৪ টি
মোট শূন্যপদ ৪০ টি

 

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : প্রতিটি পদে আবেদন করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। উচ্চ মাধ্যমিক পাস থেকে কিছু পদে আবেদন করতে পারবেন এবং কিছু কিছু পদে আবেদন করার জন্য আরো উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।

পদের নাম(Name of the Post) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা(Required Educational Qualification)
Lower Division Clerk ও
Stenographer Grade – II
উচ্চ মাধ্যমিক পাস
Upper Division Clerk ডিগ্রি
Junior Engineer (Civil) সিভিল ইঞ্জিনিয়ারিংতে ডিপ্লোমা
Junior Accounts Officer কমার্স-তে ডিগ্রি
Draftsman Grade-III ITI এবং Draftsman ship (Civil)-তে ডিপ্লোমা

 

বয়সসীমা (Age Limit) : Junior Accounts Officer পদে আবেদন করার বয়সসীমা হলো ২১ থেকে ৩০ বছর এবং সকল পদে আবেদন করার জন্য বয়সসীমা রয়েছে ১৮ থেকে ২৭ বছর। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary) : ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি(Application Procedure) : আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে www.nwda.gov.in ওয়েবসাইটে যেতে হবে।আবেদন করার আগে পার্থীকে অবশ্যই নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে। বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিষ্টেশন করতে হবে এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে।

Click here Application Procedure : https://nwda.cbtexam.in/Pdf/How%20to%20Apply%20_NWDA%20142023.pdf

আবেদন মূল্য (Application Fee) :আবেদন করার জন্য ৮৯০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD পর্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। পর্থীদেরকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফী জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : আবেদন করার শেষ তারিখ হলো ১৭এই এপ্রিল ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process) : চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates) : 

আবেদন শুরু ১৮.০৩.২০২৩
আবেদন শেষ ১৭.০৪.২০২৩

 

Click here for 1st time Application : https://nwda.cbtexam.in/Candidate/Registration.aspx#!

Click here for Existing User : https://nwda.cbtexam.in/Candidate/ExistingUser.aspx#!

আরও পড়ুন : WB Agriculture Recruitment:কৃষি বিভাগে গ্রুপ-সি কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles