WBPSC Exam 2023 : পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেবেন? জানুন কবে কোন পরীক্ষা!

WhatsApp Group Join Now
Google News Follow

WBPSC Exam 2023 : পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থীরা পরীক্ষাসূচী বিশদে জেনে নিন।

পিএসসি-র পরীক্ষা দেবেন? তাহলে আপনি জেনে নিতে পারেন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর বিবিধ পরীক্ষাসূচী!

পাবলিক সার্ভিস কমিশন একাধিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে পরীক্ষাসূচী ডাউনলোড করতে পারেন।

Click here for Official Website : wbpsc.gov.in

WBPSC Examination Calendar 2023 : https://wbpsc.gov.in/Download?param1=An_20230314160540_forthcomingexamination.pdf&param2=advertisement

পশ্চিমবঙ্গ  জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা, 2022-এর সম্ভাব্য তারিখ হল আগামী 26 মার্চ।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (ফাইনাল) পরীক্ষা হবে আগামী 4 থেকে 13 মে।

লিমিটেড ডিপার্টমেন্টাল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এক্সামিনেশন, 2022 নেওয়া হবে আগামী 26 থেকে 28 এপ্রিল।

একইসঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) রিক্রুটমেন্ট পরীক্ষা, 2022 হবে আগামী 14 মে।

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) , 2022 হবে চলেছে আগামী 4 জুন।

সেসকল প্রার্থী সংশ্লিষ্ট পরীক্ষাগুলিতে আবেদন করেছেন কিংবা আগামী দিনে করবেন তাঁরা পরীক্ষাসূচী দেখতে পারেন।পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সমস্ত দিনক্ষণই সম্ভাব্য, চূড়ান্ত নয়।

এক ঝলকে দেখে নেওয়া যাক কবে কোন পরীক্ষা:

  • পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা – 26 মার্চ।
  • লিমিটেড ডিপার্টমেন্টাল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এক্সামিনেশন, 2022- 26 থেকে 28 এপ্রিল।
  •  জুডিশিয়াল সার্ভিস (ফাইনাল) পরীক্ষা – 4 থেকে 13 মে।
  • জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) রিক্রুটমেন্ট পরীক্ষা, 2022 -14 মে।
  • অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) পরীক্ষা, 2022 – 4 জুন।

পাবলিক সার্ভিস কমিশনের তরফে সিভিল সার্ভিস পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রার্থীরা আগামী 21 মার্চ বিকেল 3 টে পর্যন্ত আবেদন জানানোর সুযোগ পাবেন।

Click here for Official Notification for WBCS: https://drive.google.com/file/d/1JlPHZrjzpXdCohNo3xS9i4C9v_U5vq14/view?usp=share_link

আগামী 22 মার্চ পর্যন্ত প্রার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন। একইসঙ্গে চলতি বছরের 31 মার্চ থেকে 6 এপ্রিল আবেদনকারীরা সিভিল সার্ভিস কমিশনের আবেদনপত্রে সংশোধন করার সুযোগ পাবেন।

পাবলিক সার্ভিস কমিশনের যে কোনও পরীক্ষায় আবেদনের জন্য আগে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://wbpsc.gov.in – তে রেজিস্ট্রশনের স্কিম অনুযায়ী নিজেদের নথিভুক্ত করতে হবে। তবে যাদের নাম ইতিমধ্যে নথিভুক্ত রয়েছে তাদের পুনরায় নথিভুক্তকরণের প্রয়োজন নেই। আবেদনের আগে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ অনুযায়ী নিজেদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন : WB Agriculture Recruitment : কৃষি বিভাগে গ্রুপ-সি কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles