WB Agriculture Recruitment : কৃষি বিভাগে গ্রুপ-সি কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন !

WhatsApp Group Join Now
Google News Follow

WB Agriculture Recruitment : আমাদের রাজ্য কৃষি নির্ভর । আরেই কৃষি কাজের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে সেচের কাজ ।রাজ্য কৃষি দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য কৃষি দফতর । সম্প্রতি এই মর্মে রাজ্য কৃষি দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ করমি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।

Click here for Official Website : http://purulia.nic.in / http://purulia.gov.in

আবেদন পদ্ধতিতে(Application Process) : 

  • অনলাইনে আবেদন করতে হবে । অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
  • আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে দেওয়া আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে ।
  • আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে

    a. নিজের নাম

    b. বাবার নাম

    c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা

    d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স

    e. লিঙ্গ

    d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি

    e. শিক্ষাগত যোগ্যতা

    f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা

    প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে  সেগুলি হল, আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী(The document or documents that the candidate has to carry are, the applicant while filling the application form!)!

  • ভোটার ও আঁধার কার্ড
  • ঠিকানার প্রমান পত্র
  • বয়সের প্রমানপত্র
  • শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
  • জাতিগত সংশাপত্রের প্রমান

Click here for Official Notification : https://cdn.s3waas.gov.in/s343ec517d68b6edd3015b3edc9a11367b/uploads/2023/03/2023031623.pdf

  1. পদের নাম(Name of the Post) : টেকনিক্যাল এক্সপার্ট (Technical Expert )

শূন্য পদ(Number of Vacancy):-  শূন্য পদের সংখ্যা  ১ টি

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আবেদন কারীকে  এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যা নিম্যাল / হাসবেন্ডারি বিষয়ে ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।

বয়স সীমাAge Limit) : প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।

বেতন(Salary) : প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

2. পদের নাম(Name of Vacancy) : ডাটা এন্ট্রি অপারেটর  (Data Entry Operator )

শূন্য পদ(Number of Vacancy) : শূন্য পদের সংখ্যা  ১ টি

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :  আবেদনকারীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে ।

বয়স সীমা(Age Limit) : প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।

বেতন(Salary) : প্রতি মাসে ৭,৫০০ টাকা বেতন দেওয়া হবে । 

3. পদের নাম(Name of the Post) : ইঞ্জিনিয়ার (WDT Engineer )

শূন্য পদ(Number of Vacancy) : শূন্য পদের সংখ্যা  ৫ টি

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :  সিভিল ইঞ্জিনিয়ারিং / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / হাইড্রকোলজি বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও  কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে l

বয়স সীমা(Age Limit) : প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।

বেতন(Salary) : প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

4. পদের নাম(Name of the Post) : লিভলি হুড (WDT Livelihood)

শূন্য পদ(Number of Vacancy) : শূন্য পদের সংখ্যা  ১ টি

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / ফরেস্টি / প্লান্ট সায়েন্স /অ্যানিম্যাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট ধারী হতে হবে । এ ছাড়াও  কম্পিউটার / রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।

বয়স সীমা(Age Limit) : আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।

বেতন (Salary) : প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

5. পদের নাম(Name of the Post): সোশ্যাল  ওয়েলফেয়ার(WDT  Social Welfare)

শূন্য পদ(Number of Vacancy) : শূন্য পদের সংখ্যা  ২ টি

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আবেদন কারীকে রুরাল ডেভেলপমেন্ট/ সোশ্যাল ওয়েলফেয়ার / সোশ্যাল সায়েন্স বিষয়ে ডিগ্রীধারী হতে হবে । এ ছাড়াও  কম্পিউটার / রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।

বয়স সীমা(Age Limit) : আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।

বেতন(Salary) : প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

6. পদের নাম(Name of the Post) : মাইক্রো এন্টারপ্রাইস(WDT Micro Enterprise)

শূন্য পদ(Number of Vacancy) : শূন্য পদের সংখ্যা  ৩ টি

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আবেদন কারীকে বানিজ্য বিভাগে অর্থনীতি / রুরাল ম্যানেজমেন্ট নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও  কম্পিউটার / রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।

বয়স সীমা(Age Limit) : আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।

মাসিক বেতন(Monthly Salary) : প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

নিয়োগ পদ্ধতি(Recruitment Process) : আবেদন কারীকে প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। প্রার্থীর জমা করা নথিপত্র ভালো ভাবে খুঁটিয়ে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

নিয়োগের জায়গা(Recruitment Place) : আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পুরুলিয়া  জেলার  সংশ্লিষ্ট অফিসে। তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।

আবেদন জানানোর শেষ তারিখ(Last Date of Application) : আবেদন জানানোর শেষ তারিখ 30/03/2023

আরও পড়ুন :Bangla Sahayata Kendra Recruitment 2023 : বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ, মাধ্যমিক পাশেই চাকরি!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles