IB Recruitment 2023 : Ministry of Home Affairs (MHA) দ্বারা Intelligence Bureau (IB) -তে দুইটি বিভাগে মোট ৬৭৭ টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/10om1Wq0BbJoGWeEruMa5Scf32HN4f13K/view?usp=sharing
আগামী ১৪.১০.২০২৩ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে যাবে। এই প্রতিবেদনে শূন্যপদের ধরণ, আবেদনের যোগ্যতা ও পদ্ধতি ইত্যাদি সবিস্তারে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা | Intelligence Bureau (IB), Ministry of Home Affairs (MHA) |
Advertisement no. | – |
অফিসিয়াল ওয়েবসাইট | mha.gov.in |
মোট শূন্যপদ | ৬৭৭ টি। |
আবেদন শুরু | ১৪.১০.২০২৩ |
আবেদন শেষ | ১৩.১১.২০২৩ |
- পদের নাম(Name of the Post) : Multi-Tasking Staff (MTS)
শূন্যপদ(Number of Vacancy) : ৩১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা(Age Limit ) : আবেদন করতে হলে ১৩.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন(Salary) : সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-১ অনুসারে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
- পদের নাম (Name of the Post) : Security Assistant (SA)- Motor Transport (MT)
শূন্যপদ(Number of Vacancy) : ৩৬২ টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন। সেইসাথে প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স ও ন্যূনতম ১ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য।
বয়স সীমা(Age Limit) : আবেদন করতে হলে ১৩.১১.২০২৩ অনুসারে প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে, ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের উর্দ্ধসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন(Salary): উক্ত পদে চাকরিরত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল-৩ অনুসারে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি(Procedure of Recruitment) : উল্লেখ্য দুটি বিভাগে মোট ৬ টি ধাপে প্রার্থীদের বাছাই করা হবে, সেগুলি হল-
- লিখিত পরীক্ষা (MCQ টাইপ) -উভয় পদের জন্যই।
- লিখিত পরীক্ষা (Descriptive টাইপ) -শুধুমাত্র MTS পরীক্ষার্থীদের জন্য।
- ড্রাইভিং টেস্ট (SA/MT পদের জন্য)।
- ইন্টারভিউ।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- মেডিক্যাল পরীক্ষা।
লিখিত পরীক্ষার স্থান(Place of Recruitment) : দেশের মোট ২১৭ টি ও পশ্চিমবঙ্গের মোট ১০ টি স্থানে পরীক্ষার সুযোগ থাকবে, যথা- আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি ও সুরী।
আবেদন পদ্ধতি(Application Procedure) : অনলাইনে আবেদন করতে হবে, এর জন্য একটি ওয়েব লিঙ্ক আগামী ১৪.১০.২০২৩ তারিখ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অফিসিয়াল সাইট “mha.gov.in” এবং “www.ncs.gov.in” -তে চালু হয়ে যাবে। আবেদনে ইচ্ছুক প্রার্থীদের প্রকাশিত বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ে নিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন চলবে আগামী ১৩.১১.২০২৩ তারিখ পর্যন্ত ও আবেদন মূল্য জমা দেওয়ার সময় থাকবে ১৬.১১.২০২৩ তারিখ পর্যন্ত।
Click here for Official Website or for Online Application : mha.gov.in / www.ncs.gov.in
আবেদন মূল্য(Application Fees) : Unreserved/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা এবং SC/ST প্রার্থীদের ৪৫০ টাকা অনলাইন মারফৎ জমা করতে হবে।
আরও পড়ুন : Patiala Railway Apprentice Recruitment | পাতিয়ালা রেলওয়ে আইটিআই পাস নিয়োগ।