IBPS Recruitment 2023 : ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) সর্বভারতীয় ক্লার্ক পদে নিয়োগের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ, ibps.in- এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পুরুষ, মহিলা সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড়ো সুযোগ। আরও বিশদভাবে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1SM6qu5LNklBRBktoDPBuQ2UREIGtLmH8/view?usp=sharing
পদ(Name of the Post) : ক্লার্ক পদে নিয়োগ হবে।
শূন্যপদ(Number of Vacancy) – 4545 টি শূন্যপদ রয়েছে।
ব্যাংক অনুযায়ী শূন্য পদের সংখ্যা(Bank wise number of vacancies) :
- Bank of India তে রয়েছে 335 টি,
- Central Bank of India তে 2000 টি,
- Punjab & Sind Bank এ 210 টি,
- Punjab National Bank এ 1500 টি
- Canara Bank এ 500 টি শূন্যপদ।
যোগ্যতা(Qualification) – ভারতীয় নাগরিক হতে হবে এবং যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। যে রাজ্যে প্রার্থীরা আবেদন করতে চাইছেন, সেই রাজ্যের ভাষা জানতে, লিখতে এবং পড়তে পারতে হবে।
বয়সসীমা(Age Limit)- 20 থেকে 28 বছরের মধ্যে যাদের বয়স,তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন(Salary) – ব্যাঙ্কের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি(Recruitment Procedure) : নিয়োগ করা হবে প্রিলিমিনারি এবং মেনস এই দুটি পরীক্ষার উপর ভিত্তি করে।
- English, Reasoning Ability, Numerical Ability নিয়ে প্রিলিমিনারি পরীক্ষা হবে।
- অন্যদিকে, মেনস পরীক্ষায় থাকবে General/ Financial Awareness, General English, Reasoning Ability & Computer Aptitude এবং Quantitative Aptitude বিষয়গুলি।
আবেদন পদ্ধতি(Application Procedure) –অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.ibps.in ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। এর পরে একে একে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সাথে আপলোড করতে হবে নিজের স্বাক্ষর। সব শেষে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
Click here for Official Website : www.ibps.in
Click here for 1st Time Registration : https://ibpsonline.ibps.in/crpcl13jun23/basic_details.php
Click here for login : https://ibpsonline.ibps.in/crpcl13jun23/
আবেদন মূল্য (Application Fees) – এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC প্রার্থীদের 850 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। অন্যদিকে, SC /ST /PWD দের 175 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের তারিখ(Last Date of Application) – 21/07/2023 তারিখের 23.59 P.M।
আরও পড়ুন : HCL Recruitment 2023 : অ্যাপ্রেন্টিস নিয়োগ কেন্দ্রীয় সংস্থায় , আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত !