Vizag Steel Recruitment 2023 : ভাইজাগ স্টীল প্ল্যান্টে প্রশিক্ষণের সুযোগ, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত!

WhatsApp Group Join Now
Google News Follow

Vizag Steel Recruitment 2023 : ভাইজাগ স্টীল প্ল্যান্টের পক্ষ থেকে এরকমই একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো প্রান্তের প্রার্থী অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার শিক্ষানবিশরা এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/18orReqH852hctIJg5wFFMiYzpLE_W3Qi/view?usp=sharing

পদের নাম(Name of the Post)

  • Apprenticeship Trainees (GAT) and
  • Technician Apprenticeship Trainees (TAT)

শূন্যপদ(Number of Vacancy) – ২৫০ টি।

যেসব ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে(Trades in which training will be given) – B.E/ B.TECH এবং Diploma বিভাগের

  • Mechanical,
  • Electrical/Electrical & Electronics,
  • Electronics & Communication,
  • Computer Science/ IT,
  • Metallurgy,
  • Instrumentation,
  • Civil,
  • Chemical,
  • Environmental Engg.
  • Ceramics ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা(Required Educational Qualification) – ২০২১, ২০২২ এবং ২০২৩ সালের মধ্যে Engineering/ Diploma ডিগ্রী সম্পূর্ণ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই MHRD NATS Portal -এ রেজিস্টার থাকতে হবে।

Click here for register MHRD NATS Portal : https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action

প্রশিক্ষণের সময়সীমা (Time of Training) – ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।

স্টাইপেন্ড(Monthly Stipend)

  • Engineering Graduates (GAT) অ্যাপ্রেন্টিসদের মাসিক ৯,০০০/- টাকা এবং
  • Diploma Engineering (TAT) অ্যাপ্রেন্টিসদের মাসিক ৮,০০০/- টাকা স্টাইপেন্ড দেয়া হবে।

আবেদন পদ্ধতি(Application Procedure) – আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ভাইজাগ স্টিল প্ল্যান্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। MHRD NATS ওয়েব পোর্টালে (www.mhrdnats.gov.in) প্রার্থীদের নাম নথিভুক্ত করার পরে শুধুমাত্র প্রতিবেদনের নীচে দেওয়া লিঙ্কে Google ফর্মটি পূরণ করতে পারবেন।

আরও পড়ুন : IBPS Recruitment 2023 : IBPS এর মাধ্যমে 4545 টি ক্লার্ক নিয়োগ ! অনলাইনে আবেদন করুন 21 জুলাই এর মধ্যে !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles