IBPS Recruitment 2023 : ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! 8612 শূন্যপদে হবে নিয়োগ,আবেদন করুন!

Join Our WhatsApp Group For New Update

IBPS Recruitment 2023 : ক্লার্ক, এ ক্যাটেগরির আধিকারিক, ম্যানেজার, সিনিয়ার ম্যানেজার সহ বিভিন্ন পদের জন্য কয়েক হাজার পদে নিয়োগ করা হবে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/139wzF4FupxD0xBuUxe4Veva8ZhSZg0_P/view?usp=sharing

আবেদন প্রক্রিয়া শুরু : প্রকাশিত হয়েছে 2023 সালের আইবিপিএস ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস) গতকাল 1 জুন থেকে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-তে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ : সারা দেশে রিজিওনাল গ্রামীণ ব্যাঙ্কগুলির জন্য অফিস অ্যাসিসট্যান্ট(ক্লার্ক), অফিসার স্কেল-1/পিও (অ্যাসিসট্যান্ট) এবং অফিসার স্কেল 2 (ম্যানেজার) এবং অফিসার স্কেল 3 (সিনিয়র ম্যানেজর) পদে নিয়োগ করা হবে। যার জন্য শূন্যপদ রয়েছে মোট 8600 টি।

পরীক্ষার সময়সূচী : অফিস অ্যাসিসট্যান্ট (ক্লার্ক) এবং অফিসার লেভেল 1 (পিও) পদের জন্য দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। যদিও স্কেল 2 ও 3-এর জন্য একটি পরীক্ষা নেওয়া হবে। ব্যাঙ্কের পরীক্ষাসূচী অনুসারে, আইবিপিএস আরআরবি ক্লার্ক এবং আইবিপিএস পিও পরীক্ষা আগামী 5,6,12,13 ও 19 আগস্ট নির্ধারিত করা হয়েছে। অন্যদিকে, আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা নেওয়া হবে আগামী 10 সেপ্টেম্বর।

আগস্টে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার পর সেপ্টেম্বরই হবে মেইন পরীক্ষা। মেইন পরীক্ষার পর ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবর কিংবা নভেম্বর মাসে। এরপর 2024 সালের জানুয়ারি মাসের মধ্যে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফে জানানো হয়েছে।

আবেদন করার শেষ দিন : প্রার্থীরা আগামী 21 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীদের ছবি, স্বাক্ষর, বাঁ হাতের ইম্প্রেশন, একটি হাতে লেখা ডিক্লেরেশন এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র এবং সার্টিফিকেট আবেদনের জন্য জমা দিতে হবে।

আবেদন ফি : সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে 850 টাকা হিসাবে জমা দিতে হবে। অন্যদিকে, এসসি, এসটি, পিডাব্লুডি প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার আগে 175 টাকা জমা দিতে হবে।

HOW TO APPLY :  https://drive.google.com/file/d/1bgPW6lpTqZuaSskA48aCI04uiBLuWtVc/view?usp=sharing

IMPORTANT POINTS TO BE NOTED :  https://drive.google.com/file/d/1992PTS86VWEhqyV5kby7gBYlxpFp_wWT/view?usp=sharing

আবেদন করবেন কীভাবে ? 

  • প্রথমে আইবিপিএস পিও-ibps.in-তে যেতে হবে।

Click here for Official Website :  ibps.in

  • আরআরবি পিও ক্লার্ক অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

Clicks here for 1st Time Registration : https://ibpsonline.ibps.in/crprrb12my23/basic_details.php

  • এরপর রেজিস্টার করতে হবে এবং আবেদনপত্র পূরণ করতে হবে।

Click here If Already Registered : https://ibpsonline.ibps.in/crprrb12my23/

  • পরবর্তী ধাপে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

Guidelines for scanning and Upload of Documents : https://drive.google.com/file/d/1XrmPozDk9lTdgeOMCTv2Xf6CUf9oVyzE/view?usp=sharing

  • আবেদন ফি জমা দিতে হবে।
  • এরপর আবেদনপত্র জমা দিতে হবে।
  • ভবিষ্যতের রেফারেন্সের জন্য কনফরমেশন পেজ ডাউনলোড করতে হবে।

আরও পড়ুন : SSB Recruitment 2023 : 900-র বেশি শূন্যপদে নিয়োগ SSB-তে, 80 হাজারের বেশি বেতন !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles