IDBI Recruitment 2023 : আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ হবে ?

WhatsApp Group Join Now
Google News Follow

IDBI Recruitment 2023 : সরকারি ব্যাঙ্ক আইডিবিআই-তে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। সেই মর্মে বাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। অনলাইনে ইতিমধ্যেই আবেদন করা যাচ্ছে।

নিয়োগ হবে এগজিকিউটিভ বা আধিকারিক পদে। বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও ২ বছর বাড়তে পারে। ৩ বছর পর কাজের দক্ষতা যাচাই করে নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ) পদে নিয়োগ করা হবে।

Click here for Details Advertisement : https://drive.google.com/file/d/1CMtFJWQa6bVnQdDc4hT0PcZOto_Dg8-A/view?usp=share_link

পদের নাম(Name of the Post) : এক্সিকিউটিভ।

শূন্যপদ(Number of Vacancy) : ৯৫৬টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) : যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে গ্ৰ্যাজুয়েশন পাশ করতে হবে।

বয়সসীমা(Age Limit) : আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হওয়া দরকার সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তবে SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর, PwBD রা ১০ বছর এবং Ex-Serviceman এ রা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতন(Salary) : মাসিক বেতন ২৯ হাজার টাকা থেকে ৩৪ হাজার টাকা।

আবেদন ফি(Application Fees) : sc/st/pwd প্রার্থীদের ক্ষেত্রে ২০০ এবং সাধারণ প্রার্থীদের জন্য ১০০০ টাকা আবেদন ফি।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : ৭জুন ২০২৩।

আবেদন পদ্ধতি(Application Procedure) :

  • সবার আগে IDBI ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in এ গিয়ে “Careers/Current Openings” এ ক্লিক করতে হবে।

Click here for Official website : www.idbibank.in

  • এরপর “Recruitment of Executives on Contract-2021” লিঙ্কটি Open হবে সেখান থেকে “Apply Online” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর যে নতুন পেজ খুলবে সেখান থেকে “Click Here For New Registration'” লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

Click here for 1st time Registration : https://ibpsonline.ibps.in/idbiemar23/basic_details.php

  • রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের পক্ষ থেকে দেওয়া User Id ও Password দিয়ে Login করতে হবে।

Click here for Already Registered : https://ibpsonline.ibps.in/idbiemar23/

  • এরপর যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ই-মেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্মটিকে ফিলাপ করতে হবে।
  • সবশেষে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সব প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে নির্ধারিত আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
  • সবকিছু হয়ে গেলে ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন

নিয়োগ পদ্ধতি(Recruitment Procedure):আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে অনলাইন টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের একটি ১৫০ নম্বরের অনলাইন পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই দুটি ধাপ মিলিয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

আরও পড়ুন : Railway Group-C Recruitment : ভারতীয় রেলে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ , বেতন প্রতিমাসে 56,000 টাকা!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles