Indian Army Constable Recruitment : ভারতীয় সেনায় কনস্টেবল নিয়োগ, আবেদন করুন মাধ্যমিক পাশেই ! বেতন ৬৯ হাজার!

WhatsApp Group Join Now
Google News Follow

Indian Army Constable Recruitment : সশস্ত্র সীমা বল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ভারতীয় সেনায় কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সশস্ত্র সীমা বল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ভারতীয় সেনায় কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1S5nnjCYPRMUZgdty_gxDb4_CAtCcmOap/view?usp=share_link

পদের নাম(Name of the Post) – Constable (Carpenter, Blacksmith, Driver, Tailor, Gardner, Cobbler, Veterinary, Painter, Washerman, Barber এবং Safaiwala).

শূন্যপদ(Number of Vacancy) : ৫৪৩ টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)– স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রী সার্টিফিকেট থাকলে চাকরিপ্রার্থীরা উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বেতন(Monthly Salary) – ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

বয়সসীমা(Age Limit) – ১৮ থেকে ২৭ বছর।

আবেদন পদ্ধতি(Application Process) – অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.ssbrectt.gov.in এ গিয়ে নির্দিষ্ট উইন্ডো থেকে ওয়েবফর্মের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পর প্রাপ্ত সংশাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে চাকরিপ্রার্থীদের।

Click here for Official Website : www.ssbrectt.gov.in

আবেদন ফি(Application Fees) – UR/ EWS/ OBC প্রার্থীদের জন্য ১০০/- টাকা। SC/ ST/ Ex-Serviceman/ Female প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) – বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ৩০ দিন পর্যন্ত।আবেদনের শেষ দিন ২৪ মে।

আরও পড়ুন :Group-D Recruitment : কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ-ডি কর্মী নিয়োগ ! মাধ্যমিক পাশে আবেদন করুন !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles