CBSE 12th Result : প্রকাশিত CBSE 12 এর রেজাল্ট !পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা !

WhatsApp Group Join Now
Google News Follow

CBSE 12th Result : প্রকাশিত সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির রেজাল্ট। জানুন সমস্ত আপডেট।পাশের হারে সবথেকে এগিয়ে রয়েছে দাক্ষিণাত্য। ৯৮.৮৩ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে ত্রিবান্দ্রম।

Click here for Official Notification related to CBSE 12th Result : https://www.cbse.gov.in/cbsenew/documents//PRESS_NOTE_CLASS_XII_12.05.2023.pdf

প্রকাশিত সিবিএসই বোর্ডের দ্বাদশের ফল। 12 মে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। প্রাথমিকভাবে দুটি ক্লাসের ফল প্রকাশের কথা থাকলেও আপাতত দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ড। এবছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে 87.33 শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। এছাড়াও জানা গেছে, কেরালার তিরুবনন্তপুরম থেকে সবচেয়ে বেশি পাশের হার। ওই এলাকার মোট পাশের হার 99.91%।

বোর্ডের তরফে ফলপ্রকাশের পরই এবার পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোডও করতে পারবে। রোল নম্বরের সাহায্যে ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা।

Security PIN for DigiLocker accounts of Class X and XII students to access their Digital Academic Documents (Marksheets cum Certificates & Migration Certificates) after declaration of result(Circular) : https://www.cbse.gov.in/cbsenew/documents//Circular_Security_PIN_DigiLocker_10052023.pdf

Stepwise User guide to access Class X and XII Marksheets cum Passing Certificate & Migration Certificate after the declaration of result : https://www.cbse.gov.in/cbsenew/documents//User_Manual_Security_PIN_DigiLocker_10052023.pdf

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE 12th Result) তরফে জানানো হয়েছে, এবার ছাত্রছাত্রীদের মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। পাশের হারে সবথেকে এগিয়ে রয়েছে দাক্ষিণাত্য। ৯৮.৮৩ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে ত্রিবান্দ্রম। ৯৮.১৬ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু ও ৯৭.৭৯ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে হয়েছে চেন্নাই।  উল্লেখ্য, চলতি বছরে দুই দফায় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল।

পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা ৩.২৯ শতাংশ এগিয়ে রয়েছে। চলতি বছরে মেয়েদের পাশের হার ৯৪.৫৪ শতাংশ। সেই তুলনায় ছেলেদের পাশের হার ৯১.২৫ শতাংশ।

দুই ধাপে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল, তার মিলিত ফলাফলের ভিত্তিতেই মার্কশিট প্রকাশিত হয়েছে। এরমধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্ট, প্রাক্টিকাল পরীক্ষা ও প্রাক-বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বরও সংযোজন করা হয়েছে। ২০২১ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাস অবধি প্রথম ধাপে বোর্ড পরীক্ষা হয়েছিল। দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়েছিল ২৬ এপ্রিল থেকে ৪ জুন। প্রথম ধাপের পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হয়েছিল পরীক্ষার্থীদের। দ্বিতীয় ধাপের পরীক্ষায় ছিল বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল দেখবেন পরীক্ষার্থীরা?

পরীক্ষার্থীরা সরাসরি cbse.gov.in  ও  results.cbse.nic.in – এই দুটি ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর, স্কুলের নম্বর দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন এবং সেখান থেকেই মার্কশিটও ডাউনলোড করতে পারবেন।

Click here for Check Result : cbse.gov.in / results.cbse.nic.in

অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও DigiLocker এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে রেজাল্ট। আবার SMS ও UMANG অ্যাপ ব্যবহার করেও জানা যাবে সিবিএসই বোর্ডের ফল।

আরও পড়ুন :Madhyamik Result 2023 : মাধ্যমিক রেজাল্ট প্রকাশের দিন ঘোষণা, মাধ্যমিকের রেজাল্ট কবে ? অনলাইনে দেখে নিন নিজের রেজাল্ট!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles