Indian Army Recruitment 2023 : উচ্চ মাধ্যমিক পাশেই ভারতীয় সেনায় চাকরির সুযোগ। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
Click here for Official notification : https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION_OF_10_2_TES_50_COURSE.pdf
শূন্যপদের বিবরণ :
পদের নাম(Name of the Post) :- টেকনিক্যাল এন্ট্রি স্কিম 2024 (Technical Entry Scheme 2024) ।
শূন্যপদের সংখ্যা(Number of Vacancy) :- ৯০ টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :- যে কোন স্বীকৃত বিদ্যালয়ের থেকে ভৌত বিজ্ঞান, রসায়ন এবং গণিত বিষয়ে নূন্যতম ৬০ শতাংশ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
বয়সসীমা(Age Limit) :- প্রার্থীদের বয়স ন্যূনতম ১৬ বছর থেকে সর্বোচ্চ ১৯ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
মাসিক বেতন(Monthly Salary) : ৫৬ হাজার ১০০ টাকা থেকে ২ লক্ষ ২৫ হাজার টাকা।
আবেদন পদ্ধতি(Application Procedure) : ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনে(Indian Army Recruitment 2023) আবেদন করতে পারবেন। ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in -এ গিয়ে।
Important Instruction for apply Online : https://joinindianarmy.nic.in/officers-instructions-for-applying-online.htm
Click here for Official Website : https://joinindianarmy.nic.in/Authentication.aspx
Click here for Registration : https://joinindianarmy.nic.in/registration.htm
Click here for Apply Online : https://joinindianarmy.nic.in/ApplicantEligibility.htm
নিয়োগ পদ্ধতি(Recruitment Procedure) : JEE মেনস ২০২৩ পরীক্ষায় অংশগ্রহণের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ(Last Date of application) : ৩০ জুন ২০২৩।
আরও পড়ুন : ICMR Recruitment : মাধ্যমিক পাসেই চাকরি ICMR-এ , বেতন প্রায় ৫৭ হাজার !