Indian Coast Guard Recruitment : ইন্ডিয়ান কোস্ট গার্ডে দেশব্যাপী বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানের পদগুলি গ্রুপ-C গ্রেডের।
Click here for Official Website : https://joinindiancoastguard.gov.in/
বিস্তারিত তথ্য নিয়োগের :
নোটিশ নম্বর – 15-21/08/2023
1.স্টোর কিপার :
শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা– উচ্চ মাধ্যমিক পাশ এবং এক বছরের স্টোর সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন– পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।
2. ইঞ্জিন ড্রাইভার :
শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং দুই বছরের ইঞ্জিন ড্রাইভার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- পে লেভেল 4 অনুসারে বেতন দেওয়া হবে।
3.CMTD (OG):
শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের হেভি ও লাইট ড্রাইভার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।
4. ফর্ক লিফট অপারেটর :
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।
5. শিট মেটাল ওয়ার্কার :
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যত – মাধ্যমিক পাশের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা – 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।
6. কার্পেন্টার :
শূন্যপদ-1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।
7. Unskilled Labourer :
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন- পে লেভেল 1 অনুসারে বেতন দেওয়া হবে।
8. মোটর ট্রান্সপোর্ট ফিটার :
শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে অটোমোবাইল বিষয়ে ITI পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন– পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :
- প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে।
- আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে।
Click here for Official Notification or Apply Online : https://drive.google.com/file/d/17ak4H9P_gc7CkBZ_TuZ-Ki_y8P24VdNF/view?usp=sharing
Click here for Official Notification or Apply Online : https://drive.google.com/file/d/1Yqik8pqCOHroS94EQnIxf9z3U2-0ZF29/view?usp=sharing
- সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
- ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবেনীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা :
Headquarters Region (NE)
Coast Guard (for CSO(P&A)}
Synthesis Business Park 6 Floor, Shrachi Building Rajarhat, New Town
Kolkata-700161
আবেদনের সময়সীমা : 29 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
প্রয়োজনীয় নথি :
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
- সচিত্র পরিচয়পত্র।
- অভিজ্ঞতার প্রমাণ।
- কাস্ট সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজের ছবি।
আরও পড়ুন : Wheels India Limited Apprenticeship : হুইলস ইন্ডিয়া লিমিটেড 120 জন শিক্ষানবিশ নিয়োগ করবে!!!