Indian Coast Guard Recruitment 2022 : ভারতীয় কোস্ট গার্ড নিয়োগ ২০২২। ভারতীয় কোস্ট গার্ডে চাকরির সুযোগ !

WhatsApp Group Join Now
Google News Follow

Indian Coast Guard Recruitment 2022 :  ইন্ডিয়ান কোস্ট গার্ডের (Indian Coast Guard Recruitment 2022) পক্ষ থেকে একটি নতুন কর্মবিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য শতাধিক কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Click Here for Official Notification

Indian Coast Guard Recruitment 2022

Organisation Name (সংস্থার নাম)

ইন্ডিয়ান কোস্টগার্ড

Post Details (পদের নাম)

নাবিকএবংযান্ত্রিক

Total Vacancies (মোটশূন্যপদ)

৩০০ টি

Salary (বেতন)

২১,৭০০/- থেকে ২৯,২০০/- টাকা পর্যন্ত

Job Location (চাকরির স্থান)

সমগ্র দেশে (ইন্ডিয়া)

Apply Mode (আবেদন মাধ্যম)

অনলাইন

Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)

joinindiancoastguard.gov.in

 

পদের নাম(Name of the Post):-

Post Name (পদের নাম)

Post Vacancy (শূন্যপদের সংখ্যা)

Navik (General Duty)

২২৫টি

Navik (Domestic Branch)

৪০টি
Yatrink (Mechanical)

১৬টি

Yatrink (Electrical)

১০টি

Yatrink (Electronics)

৯টি

 

বয়স সীমা(Age Limit) : বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া(How to Recruit) : আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এরপর নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। এই তিন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেডিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Website

বেতন(Salary):

Post Name (পদের নাম)

Salary (বেতন)

Navik (General Duty)

২১,৭০০/- টাকা

Navik (Domestic Branch) ২১,৭০০/- টাকা
Yatrink

২৯,২০০/- টাকা

 

আবেদন প্রক্রিয়া(How to Apply) : আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে(Indian Coast Guard Recruitment 2022)। অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.gov.in-এ গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

Click Here for First Time Registration

Click Here For Already Registered

প্রয়োজনীয় নথিপত্র(Required Documents for Application) :

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আবেদন মূল্য(Application Fees):

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ২৫০ টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন(Indian Coast Guard Recruitment 2022) মূল্য দিতে হবে না।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):

Post Name (পদের নাম)

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

Navik (General Duty)

উচ্চমাধ্যমিকপাশ
Navik (Domestic Branch)

মাধ্যমিকপাশ

Yatrink

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ইলেকট্রিক্যাল, মেকানিকাল, ইলেকট্রনিকস, টেলিকমিউনিকেশন (রেডিও/টিভি), ইঞ্জিনিয়ারিং-এ ২ থেকে ৩ বছরের ডিপ্লোমা।

 

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ২২.০৯.২০২২ অর্থাৎ ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।

আরও পড়ুন : SSC CGL Exam 2022 : স্টাফ সিলেকশন কমিশনে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার আবেদন শুরু, ২০ হাজার পদে নিয়োগ হবে।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles