Indian Navy Recruitment 2023 : দেশের নৌবাহিনী তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে। ছেলে ও মেয়ে উভয়ই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। চাকরিপ্রার্থী যারা নৌ সেনা বাহিনীর শর্ট সার্ভিস কমিশনে চাকরি করতে চাইছেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Click here for Official Website : https://www.joinindiannavy.gov.in/
ভ্যাকেন্সি ডিটেলস : অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন অনুসারে, 9 টি বিভাগে সব মিলিয়ে 224 জনকে নিয়োগ করা হবে। যেখানে
- এয়ার ট্রাফিক কন্ট্রোলার – 8,
- জেনারেল সার্ভিস (হাইড্রো ক্যাডার) – 40,
- নেভেল এয়ার অপারেশন অফিসার – 18,
- লজিস্টিকস – 20,
- পাইলট – 20,
- ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ( জেনারেল সার্ভিস) – 30,
- এডুকেশন – 18,
- নেভাল কনস্ট্রাকটর – 20 এবং ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস) পদে 50 জনকে নিয়োগ করা হবে।
আবেদন করার যোগ্যতা : 02/07/1994 থেকে 01/01/2005 তারিক অনুসারে, আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 29 বছরের মধ্যে হতে হবে।
বিস্তারিত যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। সরাসরি লিংকে ক্লিক করে যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত ধারণা নিন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1quGqbBt35aJx71BXZJD2JxM59JMbrJUh/view?usp=sharing
নিয়োগ পদ্ধতি : তিনটি স্টেজের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়ে থাকে।
- প্রথম SSB Stage 1,
- SSB Stage 2,
- যে সমস্ত প্রার্থী স্টেজ 2 অতিক্রম করে তাদেরকে অন্তিম এবং তৃতীয় ধাপে মেডিকেল টেস্ট দিতে হয়।
- মেডিকেল টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা উপরে উল্লেখিত পদ গুলোর জন্য যোগ্য বলে বিবেচিত হয়। কোয়ালিফাই প্রার্থীদেরকে 14 বছরের জন্য নিযুক্ত করা হয়।
আবেদন পদ্ধতি – প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।
- স্টেপ 1 : আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমেই ইন্ডিয়ান নেভির অফিসের ওয়েবসাইটে (joinindiannavy.gov.in) এ প্রবেশ করতে হবে।
Click here for Official Website : joinindiannavy.gov.in
- স্টেপ 2 : অফিসিয়াল ওয়েবসাইট এর হোমপেজে প্রবেশ করার পর প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আপনার বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসের প্রয়োজন।
Click here for 1st Time Registration for Online Application : https://www.joinindiannavy.gov.in/en/account/account/register
- স্টেপ 3 : এরপর আপনাকে পুনরায় লগইন করতে হবে।
Click here for Already Registered Candidates for Online Application : https://www.joinindiannavy.gov.in/en/account/account/state
- স্টেপ 4 : আবেদনপত্র ওপেন হলে প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করুন। ফাইনাল সাবমিট করার আগে দুবার চেক করে সাবমিট করুন। এই নিবন্ধের নিচে সরাসরি Apply Link দিয়ে দেওয়া হল।
গুরুত্বপূর্ণ তারিখ : আবেদন শুরু হয়েছে 07/10/2023 থেকে। আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ 29/10/2023।