Indian Oil Recruitment 2022:ভারত সরকারের অধীনস্থ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে (Indian Oil Corporation Limited) এর তরফ থেকে সম্প্রতি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দ্বারা এই নিয়োগটি বিভিন্ন পাইপলাইন ডিভিশনে করা হবে।
সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে সকল ইচ্ছুক প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাটেনডেন্ট সহ বিভিন্ন পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বিবরণ, বেতন কাঠামো, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
Notice No.(নোটিশ নম্বর):PL/HR/ESTB/RECT-2022(2)
নোটিশ প্রকাশের তারিখ(Date of Publication of Notice):12.09.2022
আবেদনের মাধ্যম(How to Apply):অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details) :
(1) পদের নাম(Name of the Post):ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট – মেকানিক্যাল (Engineering Assistant Mechanical)
বেতন(Salary):এই পদের জন্য প্রতিমাসে গ্রেড 4 পে স্কেল অনুসারে 25,000 থেকে 105000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
(2) পদের নাম(Name of the Post):ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট – ইলেকট্রিক্যাল (Engineering Assistant Electrical)
বেতন(Salary):এই পদের জন্য প্রতিমাসে গ্রেড 4 পে স্কেল অনুসারে 25,000 থেকে 105000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
(3)পদের নাম(Name of the Post):ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট–আইটি(Engineering Assistant I & T)
বেতন(Salary):এই পদের জন্য প্রতিমাসে গ্রেড 4 পে স্কেল অনুসারে 25,000 থেকে 105000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স & টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন & কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
(4)পদের নাম(Name of the Post):ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট – অপারেশন (Engineering Assistant Operations)
বেতন(Salary):এই পদের জন্য প্রতিমাসে গ্রেড 4 পে স্কেল অনুসারে 25,000 থেকে 105000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(Mechanical Engineering) কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং(Automobile engineering) বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং(Electrical Engineering) বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ETCE or ECE) বা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং(বা ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।
(5)পদের নাম(Name of the Post):টেকনিক্যাল অ্যাটেনডেন্ট (Technical Attended 1)
বেতন(Salary):এই পদের জন্য প্রতিমাসে 23,000 থেকে 1,05,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ITI কোর্স পাশ করে থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা(Age Limit):12.09.2022 তারিখ অনুযায়ী আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি(How to Recruit):
এখানে কয়েকটি পর্যায়ের মাধ্যমে প্রার্থীদেরকে সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচন করা হবে।
- লিখিত পরীক্ষা।
- স্কিল টেস্ট বা প্রফেসিয়েন্সি টেস্ট।
- ফিজিকেল টেস্ট।
লিখিত পরীক্ষার পূর্ণমান হবে 100 নম্বরের এবং প্রশ্নের সংখ্যা হবে 100 টি অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হবে 1 নম্বর। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে 90 মিনিট।
লিখিত পরীক্ষার প্রশ্ন হবে MCQ ধরনের এবং ভুল উত্তরে কোনো নেগেটিভ মার্কিং নেই।
আবেদন পদ্ধতি(How to Apply):

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অন্তর্গত এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে নিজের নাম, মোবাইল নম্বর, বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর পুনরায় নিজের দেওয়া আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন করে আবেদন পত্রটিকে সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে জমা দিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
Click Here for 1st Time Registration
Click Here If Already Registered
আরও পড়ুন : IOCL Apprentice Recruitment 2022 : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড 1535 Trade Apprentice পদের জন্য নিয়োগ।