Contents
শিশুদের জন্য কি এবার বিনামূল্যে সফরের দিন শেষ ভারতীয় রেলওয়েতে(Indian Railway)?
কিছু প্রতিবেদন এ বলা হয়েছে হয়েছে, ট্রেনে যাতায়াতের জন্য এক থেকে চার বছরের শিশুদের টিকিট কাটতে হবে। কিন্তু সেই সমস্ত খবর সম্পূর্ণ বিভ্রান্তিকর। শিশুদের ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে কোন রকম নিয়ম পরিবর্তন করেনি ভারতীয় রেল(Indian Railway New Rules)। যাত্রীদের চাহিদা মেনে একটি নতুন কাজ করা হয়েছে বলে ভারতীয় রেল জানাচ্ছে।
শিশুদের ক্ষেত্রে টিকিট বুকিং এর ক্ষেত্রে কি সত্যিই নিয়ম পরিবর্তিত হলো?
না শিশুদের ক্ষেত্রে টিকিট বুকিং এর ক্ষেত্রে নিয়ম কিছু পরিবর্তন হলো না। কিন্তু যাত্রীদের সুবিধার্থে বা বাড়তি সুযোগ যেন যাত্রীদের দেওয়ার জন্য ভারতীয় রেল(Indian Railway New Rules) কিছু নতুন নিয়ম নিয়ে আসলো।
কি সেই নতুন নিয়ম?
- এই নতুন নিয়মে বলা হয়েছে যে শিশুর অভিভাবক যদি চান তাহলে টিকিট কাটতে পারবেন এবং বার্থ রিজার্ভ করতেও পারবেন।। অবশ্যই এই নিয়মটা কার্যকর হবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য।
- অভিভাবক যদি না চান তাহলে আগের মত বিনামূল্যে যাতায়াত করতে পারবে শিশুরা।
যদি পাঁচ বছরের কম বয়স্ক শিশুদের টিকিট কাটা হয়, তাহলে কত খরচ পড়বে অভিভাবকদের?
ভারতীয় রেলের তরফ থেকে জানানো হচ্ছে, যদি শিশুদের জন্য কোন একটি বার্থ রিজার্ভ করা হয়, তাহলে টিকিটের সম্পূর্ণ দাম দিতে হবে অভিভাবকদের। অর্থাৎ সেক্ষেত্রে ওই শিশুকে একজন সাধারণ যাত্রী হিসেবেই গণ্য করবে ভারতীয় রেল(Indian Railway New Rules)।
আরও পড়ুন : Indian Railway : সর্বোচ্চ স্পিডে ট্রেন ছুটিয়ে ইতিহাস গড়ল ভারতীয় রেল!