IOCL Recruitment 2023 : ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ !!!1720 শুন্যপদে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

IOCL Recruitment 2023 : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যেখানে ডাটা এন্ট্রি অপারেটর, ট্রেড অ্যাপ্রেন্টিস এবং অন্যান্য বিভাগে মোট 1720 জন যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/13xfGr_6O6KqKb2gG6jMyeRBGS2eHdtF-/view?usp=sharing

নিয়োগকারী সংস্থা : IOCL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের তরফে কর্মী নিয়োগ ।

পদের নাম : অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে প্রার্থীদের। সেক্ষেত্রে যেসব ক্ষেত্রে প্রার্থীদের নিযুক্ত করা হবে, নোটিফিকেশন অনুসারে, 11 টি বিভিন্ন পদে সব মিলিয়ে 1720 জন যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হচ্ছে।

  • Trade Apprentice (Fitter) – 189,
  • Trade Apprentice (Attendant Operator) – 421,
  • Trade Apprentice Boiler (Mechanical) – 59,
  • Technician Apprentice (Mechanical) – 169,
  • Technician Apprentice (Chemical) – 345,
  • Technician Apprentice (Electrical) – 244,
  • Trade Apprentice (Secretarial Assistant) – 79,
  • Technician Apprentice (Instrumentation) – 93,
  • Trade Apprentice (Accountant) – 39,
  • Trade Apprentice (Data Entry Operator) (Skill Certificate Holders) – 33,
  • Trade Apprentice (Data Entry Operator) – 49.

শূন্যপদ : অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত সব মিলিয়ে 1720 টি শূন্যপদ রয়েছে।

মাসিক বেতনের পরিমাণ : শুরুতেই মাসিক ১০,০০০ হাজার টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে বেতন পাবে।

আবেদন পদ্ধতি :

  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

Click here for Official Website : https://www.iocl.com/

  • তারপর মূল আবেদন লিংকে ক্লিক করে আবেদনপত্রটিকে ওপেন করুন।

    IOCL Recruitment 2023
    IOCL Recruitment 2023

Click here for Apply Online : https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_oct21.aspx

  • IOCL আবেদনপত্র ওপেন হলে প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করুন।
  • তারপর আপনি আপনার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করুন।
  • সবশেষে অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। তবে, সাবমিট করার আগে অবশ্যই দুইবার চেক করে নিন।
গুরুত্বপূর্ণ তারিখ –
  • আবেদন শুরু – 21/10/2023.
  • আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ – 20/11/2023.

আরও পড়ুন : CSIR-IIP Recruitment 2023 : 51 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান পোস্ট!!! অনলাইনে আবেদন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles