IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ, প্রচুর পদে হচ্ছে নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে শিক্ষানবীশ(Apprentice) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে । আগ্রহী চাকরিপ্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

Click here for Official Notification : https://iocl.com/admin/img/Apprenticeships/Files/867edbe73144457db65b515d1e6293a3.pdf  

গুরুত্বপূর্ণ তারিখ(Important Date) : ১০ নভেম্বর থেকে এই পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। এই শিক্ষানবীশ(Apprentice)পদে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ৩০ নভেম্বর ২০২২।

পদের সংখ্যা(Number of Post) : ৪৬৫ টি ।

Click here for Official Website : https://www.iocl.com/

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) : টেকনিশিয়ান শিক্ষানবিশ- মেকানিক্যাল তিন বছর (অথবা ন্যূনতম এক বছরের আইটিআই-এর পরে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে দুই বছর) ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় পূর্ণ-সময়ের ডিপ্লোমা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট থাকবে হবে চাকরিপ্রার্থীর।

Qualification Eligibility Criteria
Qualification Eligibility Criteria
Important Events Tentative Dates
Commencement of on-line registration of application 10/Nov/2022 05:00:00 PM
Closure of registration of application 30/Nov/2022 06:00:00 PM
Closure for final submission of application 30/Nov/2022 06:00:00 PM
Date of reckoning eligibility criteria 10/Nov/2022
Tentative date of downloading online admit card 08/Dec/2022 05:00:00 PM-18/Dec/2022 08:00:00 AM
Tentative date of exam 18/Dec/2022

 

বয়সসীমা(Age Limit) : ১৮ থেকে ২৪ বছর 10.11.2022 তারিখে।

আবেদন মূল্য(Application Fees): আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনও ধরনের আবেদন মূল্য দিতে হবে না।

শিক্ষানবিশ প্রশিক্ষণের সময়কাল(Duration of Apprenticeship Training):

  • টেকনিশিয়ান শিক্ষানবিশ (ইলেক/মেক/টিএন্ড আই) : এক বছর
  • ট্রেড অ্যাপ্রেন্টিস (সহকারী এইচ আর/অ্যাকাউন্ট্যান্ট) : এক বছর
  • ডেটা এন্ট্রি অপারেটর এবং দেশীয় ডেটা এন্ট্রি অপারেটর : 15 মাস

স্টাইপেন্ড(Stipend) : শিক্ষানবিশদের(Apprentice) প্রতি মাসে প্রদেয় উপবৃত্তির হার শিক্ষানবিশ(Apprentice) আইন, 1961/1973 এর অধীনে নির্ধারিত হবে / শিক্ষানবিশ(Apprentice) বিধিমালা 1992 (সংশোধিত হিসাবে) এবং কর্পোরেশনের নির্দেশিকা।

নির্বাচনের পদ্ধতি(Method of selection) :

  • লিখিত পরীক্ষা
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট।

আবেদনর লিঙ্ক (Application Link):

For New Registration click here : https://plapps.indianoil.in/PLApprentice/user/main?adv_no=OQ==&Digest=qB1UN4YsLrV5SBh47ymR/A

আরও পড়ুন : IOCL Recruitment 2022 : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এ কর্মী নিয়োগ নিয়োগ,
শুন্যপদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles