IRCTC Recruitment : ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একাধিক শূন্য পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বেছে নেওয়া হবে।
রেল ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC তে চলছে নিয়োগ। একাধিক ক্ষেত্রে লাগবে কর্মী ৷ সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিই প্রকাশ করেছে Indian Railway Catering and Tourism Corporation, রইল বিস্তারিত সমস্ত খুঁটিনাটি৷ এই ক্ষেত্রে দিতে হবে না কোনও পরীক্ষা ৷
Click here for Official Notification : https://irctc.com/assets/images/Notification%20Final-%20tourism.pdf
সংস্থা: | ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন |
পদের নাম: | ট্যুরিজম মনিটর |
শূন্য পদের সংখ্যা: | ৮ টি |
পদের নাম(Name of the Post) – ট্যুরিজম মনিটর পদের জন্য নিয়োগ করা হবে।।
নিয়োগের স্থান(Place of Recruitment) – অসমের গুয়াহাটি, বিহারের পটনা এবং পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে।
শূন্য পদের সংখ্যা(Number of Vacancy) – মোট ৮ টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা(Age Limit) – IRCTC এর বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।।
আবেদন ফি(Application Fees) – বিজ্ঞপ্তি অনুসারে আবেদন ফি দিতে হবে না ।
যোগ্যতা(Educational Qualification) – কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে।
নির্বাচন পদ্ধতি (Recruitment Process) – ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। ৬ এপ্রিল ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ দিতে যেতে হবে Hotel Polo Floatel 9, Jetty, 10 Strand Road, B.B.D. Bagh, Kol: 700001 এই ঠিকানায়।
আরও পড়ুন : IRCTC Recruitment 2022: দশম শ্রেণির পর ITI পাশ করলেই এবার রেলে চাকরির সুযোগ!