Railway Recruitment 2023 : ভারতীয় রেলে কর্মী নিয়োগ ! শূন্যপদ 5636 টি!

Join Our WhatsApp Group For New Update

Railway Recruitment 2023 : ভারতীয় রেলে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক হলে পরে এখানে আবেদন করতে পারবেন। শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত এই প্রতিবেদন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1PTmMFtQHias4sN5cBiYdkREhooM3mXkg/view?usp=sharing

পদের নাম : ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, লাইন ম্যান, কার্পেন্টার, পেন্টার,প্লাম্বার, মেশিনেস্ট ইত্যাদি।

 

Vacancy Details

 

শূন্যপদ : 5636 টি ।

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস করে থাকলে প্রার্থীর আবেদন করতে পারবেন এবং তার সাথে সাথে সংশ্লিষ্ট শাখায় আইটি আই টি আই করা থাকতে হবে।

বয়স : ০১/০৪/২০২২ তারিখ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছর মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছার পাবেন।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

Click here for Official website : https://nfr.indianrailways.gov.in/

  • তারপর আবেদনকারী কে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • তারপরে প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট আপডেট করতে হবে বা আপলোড করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট : 

  • বয়সের প্রমাণপত্র।
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • কাস্ট সার্টিফিকেট।
  • পাস্পোর্ট সাইজের ফটো।

নিয়োগ পদ্ধতি : প্রার্থীদের সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা নম্বরে ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন ফি : আবেদন ফি বাবদ ১০০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ : ৩০ শে জুন 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন : Railway ALP Recruitment 2023 : 279টি ALP পদের জন্য অনলাইনে আবেদন করুন ! যোগ্যতা পরীক্ষা করুন !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles