ITC Limited FOODS BUSINESS DIVISION ( Uluberia) : আইটিসির ফুডস বিজনেস ডিভিশনে (Uluberia) বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
পদ :
- ফিটার।
- ইলেকট্রিশিয়ান।
- টার্নার।
- ইলেকট্রনিক্স মেকানিক।
- মেশিনিস্ট।
- ইলেকট্রনিক্স।
যোগ্যতা : আই টি আই পাস।
বয়স সীমা : ২৪ বছর (31.05.2024 তারিখ অনুযায়ী)।
ডকুমেন্টস অথবা কি কি জিনিস আনতে হবে ইন্টারভিউ এর টাইম :
- কোভিড ভ্যাকসিনেশনের দুটি ডোজ সার্টিফিকেট থাকতে হবে।
- সরকারী পরিচয়পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড)।
- সিভি (Curriculum Vitae)।
- পেন্সিল, রাবার, শার্পনার এবং কালো বা নীল কলম।
বেতন : মাসিক স্টাইপেন্ড: ₹৯,৭৪৩ + (হাজিরা ভাত্তা – ₹১,০০০)।
ডিউটি : ৩ শিফট (প্রতি শিফট ৮ ঘণ্টা)।
নিয়োগ পরীক্ষা :
- তারিখ : ০৩ জুন, ২০২৪ (সোমবার)।
- সময় : সকাল ৯:৩০টা।
- ঠিকানা : আইটিসি ফুডস বিজনেস ডিভিশন, আমড়াবেরিয়া, জে.এল.নং-৮, পুলিশ স্টেশন- উলুবেড়িয়া, হাওড়া – ৭১১৩০৩।
কীভাবে পৌঁছাবেন :
- হাওড়া অথবা মেদিনীপুর থেকে ট্রেনে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে নামুন।
- স্টেশন থেকে ২০ মিনিট হাঁটা পথ অথবা টোটো করে ৫ মিনিটে আইটিসি গেটে পৌঁছানো যাবে।
Contact Person : Partha Mondal
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সকাল ৯:৩০টার আগে সকল কাগজপত্র সহ নির্বাচনী স্থানে হাজির হন।
ঠিকানা : আইটিসি ফুডস বিজনেস ডিভিশন, আমড়াবেরিয়া, জে.এল.নং-৮, পুলিশ স্টেশন- উলুবেড়িয়া, হাওড়া – ৭১১৩০৩।
আরও পড়ুন : Axis Bank Recruitment 2024 : অ্যাক্সিস ব্যাঙ্কে কর্মী নিয়োগ !!! 287টি শূন্যপদ !!!