KMC Recruitment 2022 : কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) এর তরফ থেকে হেলথ ওয়ার্কার পদে নিয়োগ (HHW Recruitment)।
এই পদের জন্য রাজ্যের অন্তর্গত সকল মহিলা চাকরিপ্রার্থীরা আবেদনের সু্যোগ পাবেন।
এক নজরে দেখে নিই এই পদের(KMC Recruitment 2022) জন্য আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কতো, বেতন কতো দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা কতো, আবেদন কিভাবে করতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে।
Organization Name (সংস্থারনাম) | কলকাতামিউনিসিপ্যালকরপোরেশন |
Post Details (পোস্টেরনাম) | অনোরারিহেল্থওয়ার্কার (HHW) |
Total Vacancies (মোটশূন্যপদ) | ১২৭টি |
Job Location (চাকরিরস্থান) | কলকাতা |
Apply Mode (আবেদনমাধ্যম) | অফলাইন |
Official Website (অফিশিয়ালওয়েবসাইট) | www.kmcgov.in |
-:নিয়োগের তথ্য (Recruitment Details):-
পদের নাম(Name of the Post) : অনোরারী হেলথ ওয়ার্কার (Honorary Health Worker)
Click Here for Official Notification
বেতন(Salary): এই পদের (KMC Recruitment 2022) জন্য প্রতিমাসে 4,500 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে ।
অবশ্যই বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা হওয়া আবশ্যক। আপনাকে কলকাতা পৌরসভার বাসিন্দা হতে হবে। এই পদের জন্য কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার মোটিভেশন অথবা রেন্ডারিং সোশ্যাল সার্ভিসের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা(Age Limit): 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদ(Number of Vacancy): 127 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি : মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি(How to Apply) : আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে পোস্ট/ স্পীড পোস্ট/ কুরিয়ারের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো :- Municipal Commissioner, Kolkata Municipal Corporation, 5, S. N. Benarjee Road, Kolkata – 700013.
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র(Require Documents for Apply):
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- ম্যারেজ সার্টিফিকেট।
- বিধবা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট।
- ডিভোর্স প্রার্থীদের ক্ষেত্রে কোর্টের অর্ডার।
- বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম
সার্টিফিকেট - শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
আবেদনের শেষ তারিখ(Last Date of Application): আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই আবেদন করতেহবে ১৫.০৯.২০২২ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল ৪টের মধ্যে।