Kotak Kanya Scholarship 2022 : কোটাক কন্যা স্কলারশিপ এ মেয়েরা পাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা !

WhatsApp Group Join Now
Google News Follow

Kotak Kanya Scholarship 2022 : কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship) এ স্কলারশিপে রাজ্যের উচ্চ মাধ্যমিক পাস বা কলেজ পাস ছাত্রীদের জন্য 1 লক্ষ 50 হাজার টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে।

এই স্কলারশিপ পেতে গেলে হতে হবে ভারতীয় এবং মহিলা। উচ্চ মাধ্যমিক দিয়েই পেয়ে যেতে পারেন এই স্কলারশিপ পাওয়ার সুযোগ। বছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।

এই স্কলারশিপ টি মহিলা শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে যারা ভালো রেজাল্টের সাথে তাদের পরীক্ষাতে পাস করে এবং যারা আগামীতে আরও উচ্চ শিক্ষার জন্য আগ্রহী।

Scholarship programme Kotak Kanya Scholarship
Authority of the programme Kotak Mahindra Groups
Year 2022-2023
Candidates Girl students
Article type Scholarship programme
Registering mode Online
Registration Status Active
Registration last date 30 September 2022
Reward Cash prize up to 1.5 lakh

 

আবেদন পদ্ধতি(Application Process) :

১) Kotak Kanya Scholarship 2022 -এই সাইটে যান।

Click here for Apply Online: https://www.buddy4study.com/register?url=%2Fpage%2Fkotak-kanya-scholarship&&cuid=page/kotak-kanya-scholarship

২) Apply বটনে ক্লিক করুন।

Kotak Kanya Scholarship 2022
Kotak Kanya Scholarship 2022

৩) ই-মেল আইডি দিয়ে লগ ইন করুন।

৪) Kotak Kanya Scholarship 2022 লেখা পেইজ খুলে যাবে। সেখানে Start Application -এ ক্লিক করুন।

৫) যা যা তথ্য চাওয়া হবে, দিয়ে দিন।

কারা আবেদন করতে পারবেন(Kotak Kanya Scholarship Eligibility Criteria): 

১) ভারতীয় নারী হলেই আবেদন করতে পারেন।

২) উচ্চ মাধ্যমিকে থাকতে হবে ৮৫ শতাংশ নম্বর।

৩) স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের NAAC বা NIRF স্বীকৃত কলেজের থেকে একটি লিখিত graduation discipline নিয়ে আসতে হবে।

৪) আবেদনকারীর বার্ষিক আয় ৩ লক্ষ ৫০ হাজারের নিচে হতে হবে।

৫) কোটাক মাহিন্দ্রা গ্রুপের অধীনে পরিবারের কাউকে কাজ করতে হবে। অন্য সংস্থার হলে এই স্কলারশিপ প্রযোজ্য হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র(Required Documents) :

১) উচ্চ মাধ্যমিকের সকল ডক্যুমেন্ট।

২) আধার কার্ড, ভোটার কার্ড, কলেজে ভর্তির রশিদ।

৩) যদি কারওর বাবা অথবা মা না থাকে, তাঁর মৃত্যুর সার্টিফিকেট।

৪) ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য।

৫) পাসপোর্ট সাইজ ছবি।

৬) পারিবারিক আয়ের নথি।

৭) কলেজে পড়ার প্রমাণপত্র।

৮) পিডব্লিউডি সার্টিফিকেট থাকলে তা।

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship : স্বামী বিবকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে,প্রতিমাসে ৫০০০/- হাজার টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles