LIC HFL Vidyadhan Scholarship : মাধ্যমিক থেকে সমস্ত পড়ুয়ারা পাবেন ২০ হাজার টাকা। আর্থিক দিক থেকে সাহায্য করতে কুড়ি হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে এলআইসি। LIC HFL Vidyadhan Scholarship apply online 2023.
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শেষ | ৩০.০৯.২০২৩ |
LIC HFL Vidyadhan Scholarship পাওয়ার যোগ্যতা।
স্কলারশিপে আবেদনকারী শিক্ষার্থীদের যোগ্যতা হতে হবে নিম্নরূপ :
- স্বীকৃত যেকোনো বিদ্যালয়/ইনস্টিটিউট/বিশ্ববিদ্যালয় -এ পাঠরত এই বছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ওঠা বা উচ্চমাধ্যমিক পাশ করে ন্যূনতম তিন বছরের স্নাতক কোর্সে ভর্তি হওয়া বা স্নাতক সম্পূর্ণ করে এইবছর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হওয়া সকল বিভাগের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবে।
- বিগত বছরের পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদনযোগ্য।
- পরিবারের বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ ৩.৬ লক্ষ টাকার মধ্যে।
Watch Video how to Apply Online : https://www.youtube.com/watch?v=UHsK_MqkjHM
আর্থিক সাহায্যের পরিমাণ।
LIC HFL Vidyadhan Scholarship -এ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের আর্থিক সাহায্যের পরিমাণ বিভিন্নরকম হয়ে থাকে।
শ্রেণী | বৃত্তির পরিমাণ |
মাধ্যমিক পাশ করে ক্লাস 11 এর শিক্ষার্থীরা | 15,000 টাকা করে 2 বছর |
উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক কোর্সের প্রথম বর্ষের ছাত্রেরা | 25,000 টাকা করে 3 বছর |
স্নাতক পাশ করে স্নাতকোত্তর কোর্সের প্রথম বর্ষের ছাত্রেরা | 20,000 টাকা করে 2 বছর |
আবেদন করা যাবে কিভাবে?
- প্রথমে Buddy4Study.Com ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
Click here for Apply Online : https://www.buddy4study.com/page/lic-hfl-vidhyadhan-scholarship?ref=FeaturedRightBlock
- লগইন করে Scholarship অপশনে ক্লিক করে, “LIC HFL Vidyadhan Scholarship 2023” এখানে ক্লিক করতে হবে।
Click here for 1st Time Registration for Apply Online : https://www.buddy4study.com/register?url=%2Fpage%2Fhdfc-bank-parivartans-ecss-programme&&cuid=page/hdfc-bank-parivartans-ecss-programme
- শ্রেণী অনুসারে আবেদন করার অপশন দেখা যাবে, যে যেই শ্রেণীতে পড়ছে, সে সেই অপশনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবে।
যেসব ডকুমেন্টস লাগবে আবেদনের সময়।
LIC HFL Vidyadhan Scholarship -এ আবেদন করতে নীচের ডকুমেন্টগুলি JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।
- পাশপোর্ট সাইজের ফটো।
- বিগত শ্রেণীর মার্কশীট (2022-23 সালের)।
- বর্তমান পাঠরত শ্রেণীর প্রমাণপত্র (Fee Receipt/Admission Letter/Institution ID Card/Bonafide Certificate) (2023-24)।
- আধার কার্ড।
- ব্যাঙ্কের পাশ বই অথবা ক্যানসেল চেক (গ্রামীণ কিংবা কো-অপারেটিভ ব্যাঙ্ক বাদে)
- সরকারি ইনকাম সার্টিফিকেট।
- পারিবারিক/নিজের সমস্যার প্রমাণ (যদি থাকে)।