Lifetime Validity Sim : Airtel-Jio-Vodafone এখন অতীত, টেলিকম সংস্থা দিচ্ছে মাত্র  222 টাকায় লাইফটাইম সুবিধা।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Lifetime Validity Sim : মাসের পর মাস রিচার্জের দিনগুলি শেষ হতে চলেছে, কারণ আগে একটি রিচার্জ আজীবন (জীবনকালীন বৈধতা প্ল্যান) চলবে।

Airtel-Jio-Vodafone – কে জোর টক্কর, 2 পয়সা Voice Calling, 3 পয়সা ডেটা চার্জ, প্ল্যানের বৈধতা সারাজীবন।

Airtel-Jio-Vodafone এবং সরকারি সংস্থা BSNL কেও পিছনে ফেলে দিয়েছে MTNL যে ধরনের অফার
গ্রাহকদের জন্য MTNL নিয়ে এসেছে সেরকম কোনো প্ল্যান অন্যান্য কোম্পানির নেই বলেই জানা গিয়েছে।
সেই কারণেই MTNL গ্রাহকদের এই প্ল্যানটি যথেষ্ট পছন্দ হচ্ছে। MTNL (Lifetime Validity Sim)-এর এই
প্ল্যানের ব্যবহার করতে পারেন।

কত টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে সুবিধা? কি সেই অফার? কত টাকার অফার দেওয়া হচ্ছে?

MTNL এর 225 প্ল্যান :  MTNL এর 225 টাকার প্ল্যানে গ্রাহকেরা পাবেন ১০০ মিনিট ভয়েস কলিং এর সুবিধা। প্রতি সেকেন্ডে ২ পয়সা নেওয়া হবে। ভিডিও কলিং এর ক্ষেত্রে মিনিট প্রতি দিতে হবে ৬০ পয়সা। স্থানীয় এসএমএসের জন্য গুনতে হবে ৫০ পয়সা করে। অন্যদিকে প্রতি ন্যাশনাল এসএমএস হিসেবে দিতে হবে ১.৫০ টাকা। ইন্টারনেটের সুবিধা হিসেবে প্রতি এমবিতে দিতে হবে ৩ পয়সা চার্জ। এছাড়া সিম ও অ্যাকাউন্টের বৈধতা থাকবে সারাজীবন।

MTNL Lifetime Validity Plan : এই প্ল্যানটি হলো 225 টাকার। MTNL এর এই প্ল্যানের সুবিধা আর অন্য কোনো সংস্থার ক্ষেত্রে এখনও মেলেনি। শুধুমাত্র ডেটা নয় ভয়েস কলিং এবং SMS এও মিলবে সুবিধা। রিচার্জ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

MTNL এর ক্ষেত্রে অসুবিধা এবং অসুবিধার কথা মাথায় রেখেপরিষেবা।

সমস্যা হল MTNL(Lifetime Validity Sim) সব জায়গায় পাওয়া যায় না, তাই BSNL সিমেও এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর একবার BSNL এই পরিষেবা শুরু করলেই সব সংস্থার উপর চাপ পড়বে।

আরও পড়ুন : BSNL Recharge: স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL এর নতুন প্ল্যান ! প্রতি মাসে 75 GB ডেটা ফ্রি !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles