BSNL Recharge : স্বাধীনতা দিবস উপলক্ষে BSNL এর নতুন প্ল্যান ! প্রতি মাসে 75 GB ডেটা ফ্রি !

Join Our WhatsApp Group For New Update

Contents

BSNL Recharge:
প্রতি মাসে 75 GB ডেটা ফ্রি পাওয়া যাবে। স্বাধীনতা দিবস উপলক্ষে এই রিচার্জ(BSNL Recharge) নিয়ে এসেছে BSNL।

কী কী সুবিধা দেবে BSNL?

প্রিপেড গ্রাহকদের জন্য নতুন রিচার্জ নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL Recharge)।এই প্রিপেড প্ল্যান রিচার্জ করলে প্রতি মাসে 75 GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ মিলবে।

কত টাকা রিচার্জ করতে হবে?

2022 টাকা প্ল্যান রিচার্জ করলে।(Click here for recharge)

  • ৩০০ দিনের বৈধতা রয়েছে ।
  • আনলিমিটেড ভয়েস কলিং।
  • প্রতিদিন মিলবে ১০০ টি এসএমএস এর সুবিধা।
  • প্রতি মাসের শুরুতে পেয়ে যাবেন ৭৫ জিবি ডেটা।
  • ডেটা লিমিট শেষ করে দিলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে ইন্টারনেটের গতি হবে
    মাত্র ৭৫ KB প্রতি সেকেন্ড।

বিএসএনএল(BSNL) কি ফোরজি(4G)নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে?

বিএসএনএল ব্যবহারকারীদের জন্য আরেকটি বড় খবর।অতিসত্বর শুরু হতে চলেছে BSNL এর 4Gনেটওয়ার্ক। তবে এই নেটওয়ার্ক আসার পর এর দাম বর্তমান স্বাভাবিক পরিকল্পনার চেয়ে বেশি হবে।এখনও গোটা দেশে BSNL -এর 2G ও 3G নেটওয়ার্ক চলে। 4G নেটওয়ার্ক শুরু হলে রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছ থেকে আরও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে Airtel, Jio।

4G পরিষেবা চালু করার কাজ শুরু করে দিয়েছে বিএসএনএল(BSNL)।

4G পরিষেবা শুরু করা হবে দেশের 6,297টি গ্রামে।এখনও এই সব গ্রামে 2G/3G নেটওয়ার্ক চলে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরাও শহরের বাসিন্দাদের মতো হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই গোটা দেশে 4G লঞ্চের তোড়জোড় শুরু করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছে BSNL।

আরও পড়ুন : কড়া টেক্কা পাবে Jio, Airtel, Vodafone! BSNL এর আরো ২ টি নতুন প্ল্যান মিলবে আনলিমিটেড কল সহ ডাটার সুবিধা।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles