Commonwealth Games 2022 : সোনার ছেলে!কমনওয়েলথ গেমসে টানা দু’বার স্বর্ণপদক কুস্তিগিরের(ভারতীয়)।

Join Our WhatsApp Group For New Update

Contents

Commonwealth Games 2022 :

  • কমনওয়েলথ গেমস, যাকে প্রায়শই বন্ধুত্বপূর্ণ গেমস হিসেবে উল্লেখ করা হয়, ইভেন্টটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে, এবং 1942 এবং 1946 (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাতিল) বাদ দিয়ে, তারপর থেকে প্রতি চার বছর পর পর চলে আসছে। গেমগুলিকে 1930 থেকে 1950 পর্যন্ত ব্রিটিশ এম্পায়ার গেমস, 1954 থেকে 1966 পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ গেমস এবং 1970 থেকে 1974 পর্যন্ত ব্রিটিশ কমনওয়েলথ গেমস বলা হত।
  • 2018 সালে, গেমসটি first global multi-sport ইভেন্টে পরিণত হয়েছে যেখানে সমান সংখ্যক পুরুষ এবং মহিলাদের পদক ইভেন্ট রয়েছে এবং চার বছর পরে তারাই প্রথম বিশ্বব্যাপী বহু-ক্রীড়া ইভেন্ট যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি ইভেন্ট রয়েছে।

কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বজরং পুনিয়া।

কমনওয়েলথ গেমসে(Commonwealth Games 2022) আবার সোনা পেলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন বজরং, গোল্ড কোস্টের পর আবার কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ভারতের এই কুস্তিগির।

কমনওেলথ গেমসে কুস্তির অভিযান।

কমনওেলথ গেমসে(Commonwealth Games 2022)কুস্তির অভিযান শুরু হয় শুক্রবার। প্রথম দিনেই ৬ জন ভারতীয় কুস্তিগিরের অভিযান শুরু। ছেলেদের ৬৫ কেজি বিভাগে বজরং পুনিয়া, ছেলেদের ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া, ছেলেদের ১২৫ কেজি বিভাগে মোহিত গ্রেওয়াল, মেয়েদের ৫৭ কেজি বিভাবে অংশু মালিক, মেয়েদের ৬৮ কেজি বিভাগে দিব্যা কাকরান, এবং মেয়েদের ৬২ কেজি বিভাগে ভারতের অন্যতম কুস্তিবিদ্রা লড়াই করেছেন।

টোকিও অলিম্পিকে এ বজরং পুনিয়ার সাফল্য।

গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং পুনিয়া, হারান দৌলত নিয়াজবায়েকভকে। তবে অলিম্পিক্সের তুলনায় কমনওয়েলথে তাঁর লড়াই কিছুটা হলেও সহজ ছিল। কারণ, উজবেকিস্তান, কাজাখস্তানের মতো কুস্তিতে নামী দেশগুলির প্রতিযোগীরা কমনওয়েলথে খেলেন না।

কমনওয়েলথ গেমসে বজরং পুনিয়ার এই সাফল্যর পিছনে লড়াইটা কি খুব সহজ ছিল ?

কমনওয়েলথে দুর্দান্ত খেলেছেন বজরং। ফাইনালের আগে কোনও প্রতিপক্ষকেই পয়েন্ট পেতে দেননি। প্রি-
কোয়ার্টার ফাইনালে ৪-০ হারান লো বিংহ্যামকে। কোয়ার্টার ফাইনালে ৬-০ জেতেন জোরিস বান্ডোউয়ের
বিরুদ্ধে। সেমিফাইনালে ইংল্যান্ডের জর্জ রামকে হারান ১০-০ পয়েন্ট। ফাইনালে জিতলেন ৯-২ পয়েন্টে।

বজরং পুনিয়ার সাফল্য।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিন বারের পদকজয়ী বজরং। এক বার রুপো এবং দু’বার ব্রোঞ্জ জিতেছেন তিনি। ২০১৮-
র এশিয়ান গেমসে সোনা জিতেছেন। তার আগে রুপো। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’টি সোনা-সহ আটটি পদক রয়েছে তাঁর। কমনওয়েলথ এ চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে তাঁর।

আরো পড়ুন : ICC Test Championship : অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে হারালে কি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠতে পারবে ভারত?

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles