Commonwealth Games 2022 : ভারতীয় মহিলা দলের হারের পর ক্ষমা চাইল আন্তর্জাতিক হকি সংস্থা।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Commonwealth Games 2022 :

মহিলা হকির সেমিফাইনালে(Commonwealth Games 2022) অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ছিল। পরে পেনাল্টি শ্যুট আউটে ০-৩ গোলে হেরে যায় ভারত।অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনার দৌড়ে আরও একধাপ এগিয়ে যেতে পারত ভারতীয় মহিলা হকি দল। কিন্তু ভারতীয় মহিলাদের ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ালেন খোদ আম্পায়ার! এমন অভিযোগেই তোলপাড় নেটদুনিয়া। তাঁর পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের জেরেই সেমিফাইনালে অজিবাহিনীর কাছে হার স্বীকার করতে হল ভারতকে।

কমনওয়েল গেমসের সেমিফাইনালে  ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি ।

প্রথম কোয়ার্টারেই নিশ্চিত গোলের সুযোগ মিস করেন নভনীত কৌর। যদিও অস্ট্রেলিয়ার রেবেকা গ্রেনিয়ার সুযোগ পেয়ে তা মিস করেননি। প্রথম গোল করেন তিনিই। এগিয়ে যায় অজিরা। এরপর হাফ টাইম পর্যন্ত কোনও দলই আর গোল করতে পারেনি। অনেকগুলো সুযোগ পেলেও তা মিস করেন ভারতের প্লেয়াররা। তেকাঠির নীচে দুরন্ত ছিলেন সবিতা পুনিয়া। ওই একটি গোল হজম করা ছাড়া কিছু অনবদ্য সেভ করেন তিনি। চতুর্থ কোয়ার্টারে গোল পেয়ে যায় ভারত। বন্দনা কাটারিয়া ম্যাচে ভারতকে সমতায় ফিরিয়ে আনেন। ম্যাচ গড়ায় পেনাল্টিতে। কিন্তু সেখানে ৩-০ ব্যবধানে জিতে ফাইনালে চলে যায় অস্ট্রেলিয়া।

কেনো ক্ষমা চাইলেন আন্তর্জাতিক হকি সংস্থা?

শুক্রবার নির্ধারিত সময়ে ভারত-অস্ট্রেলিয়ার খেলার ফল হয় ১-১(Commonwealth Games 2022)। হাড্ডাহাড্ডি লড়াই এরপর গড়ায় পেনাল্টি শুটআউটে। ভারতীয়দের (Indian Hockey Team) তিনজনই পেনাল্টি শট মিস করেন। অস্ট্রেলিয়ার প্রথম পেনাল্টি শটই আটকে দিয়েছিলেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া। কিন্তু পরে দেখা যায়, অস্ট্রেলিয়ার রোজি ম্যালনের শট মারার সময় স্টপওয়াচে আট সেকেন্ডের কাউন্টডাউন শুরুই করা হয়নি। যে কারণে দ্বিতীয় সুযোগ দেওয়া হয় রোজিকে। সেই সুযোগে গোল করেন অজি তারকা।আর তাতেই ভারতের বিরুদ্ধে ৩-০ গোলে জেতে অজিবাহিনী।

আন্তর্জাতিক হকি সংস্থা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

চাপের মুখে আন্তর্জাতিক হকি সংস্থা (FIH) দুঃখপ্রকাশ করেছে। সেই সঙ্গে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক হকি সংস্থা একটি বিবৃতিতে লিখেছে, ‘ভারত-অস্ট্রেলিয়া হকি সেমিফাইনালে স্টপওয়াচ চালু হওয়ার আগেই শট নেওয়া শুরু হয়ে গিয়েছিল। গোটা ঘটনায় আমরা ক্ষমাপ্রার্থী।’ যোগ করেছে, ‘এই ধরনের ঘটনার ক্ষেত্রে নিয়ম হল শটটা ফের নেওয়া। সেটাি অনুসরণ করা হয়েছে। এই ঘটনা খতিয়ে দেখা হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।’

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ নিজস্ব মতামত।

বীরেন্দ্র শেহওয়াগ তীব্র নিন্দা করে টুইট করেন, “অস্ট্রেলিয়া পেনাল্টি মিস করল আর আম্পায়ার বললেন ঘড়ি চালু হয়নি কি করে সম্ভব। ক্রিকেটে আগেও এমনটা হত যতক্ষণ না আমরা শক্তিশালী দলে পরিণত হয়েছি। হকিতেও খুব তাড়াতাড়ি শক্তিশালী দলে পরিণত  হব। তখন সব ঘড়ি আমাদের হিসাব মতো চলবে।”

আরো পড়ুন :Commonwealth Games 2022 : সোনার ছেলে!কমনওয়েলথ গেমসে টানা দু’বার স্বর্ণপদক কুস্তিগিরের(ভারতীয়)।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles