Metro Railway Recruitment : মেট্রো রেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রাজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে।ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য।নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হলো।
Click here for Notification : https://mmrcl.com/sites/default/files/Advt.%202023-01-%20Website%20Copy%20Rev.pdf
MMRCL Recruitment Advertisement 2023-02, dated 23rd June, 2023 Corrigendum : https://mmrcl.com/sites/default/files/Corrigendum_4.pdf
Metro Railway Recruitment 2023 :
নিয়োগকারী সংস্থা | মেট্রো রেল |
মোট শূন্যপদ | একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ |
মাসিক বেতন | ৩৪,০২০ টাকা |
মোট শূন্যপদ : একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- কর্মকর্তা,
- প্রকল্প সহকারী,
- মহাব্যবস্থাপক,
- সহকারী সাধারণ ব্যবস্থাপক,
- উপ-প্রকৌশলী মো,
- পরিবেশ বিজ্ঞানী,
- জুনিয়র ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার,
- সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার মো,
- উপ-মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মো. মহাব্যবস্থাপক।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্রাজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা : সর্বাধিক ৫৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : প্রতি মাসে ৩৪,০২০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেভাবে আবেদন করবেন-
- অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে https://mmrcl.com/ যেতে হবে।
- সেখানে গিয়ে আবেদনকারীকে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে।
Click here for Registration or for Application : https://mmrcl.com/recruitment/register/form_new?adv=MMRCL%20Recruitment%20Advt.%202023-%2001
- এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি পুরণ করতে হবে।
- আবেদনপত্রটি পুরণ হলে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
For any inquiry, incumbents should mail query
To mmrcl@pragyaware.com marking contact.hr@mmrcl.com in CC
*Applicant will get reply between 10:00 AM to 6:00 PM in 02 (Two) working days.
আরও পড়ুন : Recruitment of Kolkata Metro : কলকাতা মেট্রোতে বিনামূল্যে প্রশিক্ষণ! মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন।