Metro Railway Recruitment 2024 : মেট্রো রেলের তরফে কর্মী নিয়োগএর বিজ্ঞপ্তি জারি হয়েছে।মেট্রো রেলের তরফে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1eLDSOIE5jTFE3krZgWfj6ijuR_OzwC06/view?usp=sharing
নিয়োগকারী সংস্থা : মেট্রো রেল করপোরেশন লিমিটেডের তরফে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম : মেট্রো রেলের বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে ।
- বিভিন্ন ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ।
- অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি ।
- জুনিয়র ইঞ্জিনিয়ার ।
- একাউন্ট অ্যাসিস্ট্যান্ট ।
- মেইনটেইনার ও বিভিন্ন ।
শূন্যপদ : 439 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা কিংবা আইটিআই করে থাকতে হবে।
বয়সসীমা : 21 থেকে 28 বছর বয়স।
বেতন : পদ অনুযায়ী বেতনক্রম ভিন্ন। পদ অনুযায়ী মাসিক বেতন 50,000/- টাকা, 33,000/- টাকা, 25,000/- টাকা ও 19,500/- টাকা থাকবে।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন জানাতে পারবেন।
- অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।
Click here for Apply Online : https://cdn.digialm.com/per/g01/pub/1139/ASM/WebPortal/11/index.html
Click here to Register As New User : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1139/88145/Registration.html
Click here to Login for Existing User : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1139/88145/login.html
- নিজের বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
- যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।
- সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 19/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।