Ministry of Education(High court) Recruitment 2022 : কোর্টে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Google News Follow

Ministry of Education (High court) Recruitment 2022 : কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফে হাইকোর্টে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।

Click here for Details Application for Group D(Advertisement for Category ‘D’ Cadre Posts) :https://recruitment.nta.nic.in/WebInfoAllahbadHC/File/ViewFile?FileId=44&LangId=P

Click here for Details Application for Driver(Advertisement for Driver (Category ‘C’ Grade IV) Post) : https://recruitment.nta.nic.in/WebInfoAllahbadHC/File/ViewFileFileId=45&LangId=P

  1. পদের নাম(Name of the Post) : Electrician

বেতন(Salary) : বেতন ৫২০০/- টাকা থেকে ২০২০০ টাকা প্রতি মাসে ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : ইলেকট্রিশিয়ান ট্রেড এ পাস করতে হবে ।

2. পদের নাম(Name of the Post) : Process Server

বেতন(Salary) : বেতন ৫২০০/- টাকা থেকে ২০২০০ টাকা প্রতি মাসে ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক
পাশ করলেই আবেদন করতে পারবেন।

3. পদের নাম(Name of the Post) : Orderly/Peon/Office Peon/Farrash

বেতন(Salary) : বেতন ৫২০০/- টাকা থেকে ২০২০০ টাকা প্রতি মাসে ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ
করলেই আবেদন করতে পারবেন।

4.পদের নাম(Name of the Post): Chowkidar/Waterman/Sweeper/Mali/Coolie/Bhisti/Leftman

বেতন(Salary) : বেতন ৫২০০/- টাকা থেকে ২০২০০ টাকা প্রতি মাসে ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ
করলেই আবেদন করতে পারবেন।

5. পদের নাম(Name of the Post) : Sweeper Cum Farrash

বেতন(Salary) : বেতন ৫২০০/- টাকা থেকে ২০২০০ টাকা প্রতি মাসে ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ পাশ
করলেই আবেদন করতে পারবেন।

শূন্য পদের সংখ্যা(Number of Vacancy): মোট শূন্য পদের সংখ্যা ১৬৯৯ টি

বয়স(Age Limit) : ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর
পার্থীরা বয়সের ছার পাবেন।

6. পদের নাম(Name of the Post) : Driver

শূন্য পদের সংখ্যা(Number of Vacancy): পদের সংখ্যা ২৬ টি

বেতন(Salary) : বেতন ৫২০০/- টাকা থেকে ২০২০০ টাকা প্রতি মাসে ।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক
পাশ করলেই আবেদন করতে পারবেন।

বয়স(Age Limit) : ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর
পার্থীরা বয়সের ছার পাবেন।

আবেদন পদ্ধতি(How to Apply) : অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে মাধ্যমে আবেদন
করার সময় বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পেমেন্ট ফি, সই(4KB to 30KB) ,ছবি(10KB to 200KB), লেফট হ্যান্ড থাম(Left Hand Thumb) সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

Click here for Online Application:
https://recruitment.nta.nic.in/WebInfoAllahbadHC/Page/Page?PageId=1&LangId=P

আবেদন ফি(Application Fees) : General/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮০০/- টাকা। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৬০০/- টাকা। আবেদন কি জমা করা যাবে নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ(Last Date of application) : ১৩ নভেম্বর ২০২২।

নিয়োগ পদ্ধতি(How to Recruit) : লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এবং ফিজিক্যাল ফিটনেস টেস্টের
মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুন : Airport Authority of India Requirement : এয়ারপোর্ট অথরিটি তে কর্মী নিয়োগ!প্রতিমাসে স্টাইপেন্ড ১৫ হাজার টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles