MSCWB Recruitment 2023 : পশ্চিমবঙ্গে পৌরসভার তরফে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।বেশ কয়েক ধরনের পদে এখানে কর্মী নিয়োগ করা হবে।সব মিলিয়ে মোট ৯৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ৩০এই এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত, অনলাইনে কিভাবে আবেদন করতে হবে এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা |
West Bengal Municipal Service Commission (MSCWB) |
পদের নাম |
Sub Assistant, Deputy Analyst ও অন্যান্য |
মোট শূন্যপদ |
৯৪ টি |
বেতন (₹) |
নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন |
সরকারি চাকরি |
আবেদন মোড |
অনলাইন |
স্থান |
পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট |
Click here for Official Notification for the Post of Sub Assistant Engineer(Civil, Mechanical & Electrical) : For Civil / For Mechanical / For Electrical
নিয়োগকারী সংস্থা(Recruiting Organization) : ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তথা WBMSC।
পদের নাম(Name of the Post): সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নেওয়া হবে কর্মী।
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিকাল)
Click here for 1st Time Application : https://mscwbonline.applythrunet.co.in/Signup.aspx?L=P
Click here If Already Registered : https://mscwbonline.applythrunet.co.in/Login.aspx?L=P
শূন্যপদের সংখ্যা(Number of Vacancy): সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নেওয়া হবে 67 জন কর্মী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিকাল) পদে 10 জন করে মোট 20 জন কর্মী নেওয়া হবে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Sub Assistant Engineer (Civil) | ৬৭ টি |
Sub Assistant Engineer (Electrical) | ১০ টি |
Assistant Analyst | ০৫ টি |
Deputy Analyst (Microbiology) | ০৩ টি |
Assistant Engineer (Mechanical) | ১০ টি |
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। সংশ্লিষ্ট পদে ডিপ্লোমা করা থাকলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
Sub Assistant Engineer (Civil) | Diploma in Civil Engg. |
Sub Assistant Engineer (Electrical) | Diploma in Electrical Engg. |
Assistant Analyst | Degree |
Deputy Analyst (Microbiology) | M.Sc, MD in Microbiology |
Assistant Engineer (Mechanical) | Diploma in Mechanical Engg. |
বয়সসীমা(Age Limit):বয়সের ঊর্ধ্ব সীমা 37 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
পদের নাম | সর্বচ্চো বয়সসীমা |
---|---|
Sub Assistant Engineer (Civil) Sub Assistant Engineer (Electrical) |
৩৭ বছর |
Assistant Analyst | ৩৯ বছর |
Deputy Analyst (Microbiology) | ৩৬ বছর |
Assistant Engineer (Mechanical) | ৩৭ বছর |
বেতন(Salary): বেসিক পে 35,800/- টাকার কাছাকাছি। সেক্ষেত্রে সব মিলিয়ে বেতন মোটামুটি 40,000/- টাকা থেকে শুরু হতে পারে।
আবেদন পদ্ধতি(Application Process):
- অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন এবং নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
- নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
- বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন আবেদনের ক্ষেত্রে।
- নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে যখন বলবে।
- সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা(Last Date of Application): আগামী 30 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : NWDA JE And Clerk Recruitment : NWDA সংস্থায় ক্লার্ক ও অন্যান্য পদে নিয়োগ !