NCERT Recruitment : কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ,জানুন বিস্তারিত।

WhatsApp Group Join Now
Google News Follow

NCERT Recruitment : কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং দপ্তরে অর্থাৎ NCERT তে প্রচুর শূন্যপদে গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে|

লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাটেনডেন্ট, ফ্লোরাসিস্ট্যান্ট, স্টোর ক্লিপার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে চলেছে।

আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনে।

Click here for Official Notification : https://ncert.nic.in/pdf/announcement/vacancies/nonacademicvacancy/advt_vacancy_notice_en.pdf

শূন্যপদের বিবরণ(Details of Vacancy) : মোট শূন্যপদ:- ৩৪৭ টি ( UR- ১৯৫ টি,  SC- ২৫ টি,  ST- ১৬ টি,  OBC- ৮৯ টি, EWS- ২২ টি)।

পদের নাম(Name of the Post): Senior Library Attendant

শূন্যপদ(Number of Vacancy): ৪টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):

i) স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচচমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে।

ii) Library Science/Library and Information Science- বিষয়ে বৈধ সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।

পদের নাম(Name of the Post): Lower Division Clerk

শূন্যপদ(Number of Vacancy) : ৮৪টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :

i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচচমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

ii) Computer এ typing এ দক্ষ হতে হবে। প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ এবং ৩০টি শব্দ টাইপিং করতে দক্ষ হতে হবে।

পদের নাম(Name of the Post): Electrician

শূন্যপদ(Number of Vacancy) : ২টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :

i) প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

ii) Electrician/Wireman trade এ IIT পাশ করা হতে হবে।

iii) এছাড়াও electrical installation এবং ওয়্যারিং এর কাজ জানতে হবে এবং সেই বিষয়ে দুই বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম(Name of the Post) : Driver Grade 3

শূন্যপদ(Number of Vacancy)  : ৯টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) :

i) নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।

ii)  কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

iii) অন্তত তিন বছরের গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা(Age Limit): সর্বোচ্চ বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন(Salary): বেতন ৫২০০/- টাকা থেকে ২০,২০০/- টাকা পর্যন্ত। গ্রেড পে ১৯০০/- টাকা।

পদের নাম(Name of the Post): Senior Accountant

শূন্যপদ(Number of Vacancy): ২টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification) :

i) প্রার্থীর অবশ্যই commerce/economics অথবা financial management সংক্রান্ত যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করা হতে হবে।

ii) এরই সঙ্গে প্রার্থীকে ২৪০০ টাকা গ্রেড পে যুক্ত সার্ভিসে তিন বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন(Salary) : এই পদে মূল বেতন ৯৩০০/- টাকা থেকে ৩৪,৮০০/- টাকা। সঙ্গে ৪২০০ টাকা গ্রেড পে।

বয়সসীমা : সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া(Application Procedure) : অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন|  অফিশিয়াল ওয়েবসাইট লিংকে ক্লিক করে নিয়োগ কারী প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং এখান থেকে সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে| এছাড়াও আপনারা (www.ncert.nic.in) এই ওয়েবসাইটের মাধ্যমে ও আবেদন জানাতে পারেন| এক্ষেত্রে আবেদন জানানোর জন্য সকল প্রার্থীদের কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে এই পদক্ষেপগুলি হল-Announcements> Vacancies>non academic and tab….… (Ncert recruitment)|

Click here for Official website : www.ncert.nic.in

Click here for 1st time Registration : https://ncertnt.samarth.edu.in/index.php/site/signup

Click here If Already Registered : https://ncertnt.samarth.edu.in/index.php/site/login

আবেদন ফি(Application Fees) : বিভিন্ন পদ অনুযায়ী আবেদনের ফি ভিন্ন ধার্য করা হয়েছে। তফসিলি/উপজাতি/শারীরিক প্রতিবন্ধী/প্রাক্তন সরকারি কর্মীদের কোনোরূপ আবেদনের ফি লাগবেনা।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application): ১৯শে মে, ২০২৩ সাল।

আরও পড়ুন : Indian Navy Recruitment 2023 : মোট শূন্যপদ ৩৭২!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles