NPCIL Recruitment 2023 : ভারতীয় পারমাণবিক শক্তি নিগমে তথা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি।বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1Ee2ISrL5Y-yI8L41k1mRU_5N2fhu2juG/view?usp=sharing
Employment No.- ITI /01/2023
- ফিটার
- ইলেকট্রিশিয়ান
- ইলেক্ট্রনিক মেকানিক
- পদের নাম(Name of the Post) – Fitter
মোট শূন্যপদ(Number of Vacancy) – ২৫ টি। (SC- ৫ টি, OBC- ৬ টি, EWS- ২ টি, UR- ১২ টি।)
বয়সসীমা(Age Limit) – ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর।রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
2. পদের নাম(Name of the Post) – Electrician
মোট শূন্যপদ(Number of Vacancy) – ১৬ টি। (SC- ৩ টি, ST- ১ টি, OBC- ৪ টি, EWS- ২ টি, UR- ৬ টি।)
বয়সসীমা(Age Limit) – ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর।রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
3. পদের নাম(Name of the Post) – Electronic Mechanics
মোট শূন্যপদ(Number of Vacancy) – ৯ টি। (SC- ১ টি, OBC- ৩ টি, EWS- ১ টি, UR- ৪ টি।)
বয়সসীমা(Age Limit) – ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর।রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
Employment No.- ITI /01/2023
আবেদনের সময়সীমা(Application Deadline) : আগামী 18/07/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
মাসিক স্টাইপেন্ড(Monthly Stipend)– ১ বছরের কোর্স করা প্রার্থীদের ৭,৭০০/- টাকা এবং ২ বছরের কোর্স করা প্রার্থীদের ৮,৮৫৫/- টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি(Recruitment Process)– সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রার্থীর প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। ITI ট্রেড প্রাপ্ত নাম্বারের টাই হলে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।