NPCIL Recruitment 2023 : পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি , মাধ্যমিক পাশে আবেদন !

Join Our WhatsApp Group For New Update

NPCIL Recruitment 2023 : ভারতীয় পারমাণবিক শক্তি নিগমে তথা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি।বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1Ee2ISrL5Y-yI8L41k1mRU_5N2fhu2juG/view?usp=sharing

Employment No.- ITI /01/2023
পদের নাম(Name of the Post) : প্রধান তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। পদ গুলি হলো,
  • ফিটার
  • ইলেকট্রিশিয়ান
  • ইলেক্ট্রনিক মেকানিক
  1. পদের নাম(Name of the Post) – Fitter

মোট শূন্যপদ(Number of Vacancy) – ২৫ টি। (SC- ৫ টি, OBC- ৬ টি, EWS- ২ টি, UR- ১২ টি।)

বয়সসীমা(Age Limit) – ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর।রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) –  যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

2. পদের নাম(Name of the Post) – Electrician

মোট শূন্যপদ(Number of Vacancy) – ১৬ টি। (SC- ৩ টি, ST- ১ টি, OBC- ৪ টি, EWS- ২ টি, UR- ৬ টি।)

বয়সসীমা(Age Limit) – ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর।রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

3. পদের নাম(Name of the Post) – Electronic Mechanics

মোট শূন্যপদ(Number of Vacancy) – ৯ টি। (SC- ১ টি, OBC- ৩ টি, EWS- ১ টি, UR- ৪ টি।)

বয়সসীমা(Age Limit) – ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর।রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) – যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিগ্রী প্রাপকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

Employment No.- ITI /01/2023
আবেদন পদ্ধতি(Application Procedure) : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন।
সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
Click here for Candidates Login or Registrar for Application : https://www.apprenticeshipindia.gov.in/candidate-login

 

আবেদনের সময়সীমা(Application Deadline) : আগামী 18/07/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

মাসিক স্টাইপেন্ড(Monthly Stipend)– ১ বছরের কোর্স করা প্রার্থীদের ৭,৭০০/- টাকা এবং ২ বছরের কোর্স করা প্রার্থীদের ৮,৮৫৫/- টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি(Recruitment Process)– সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রার্থীর প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। ITI ট্রেড প্রাপ্ত নাম্বারের টাই হলে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।

আরও পড়ুন :Wheels India Limited Apprentice Recruitment : হুইলস ইন্ডিয়া লিমিটেড- টিভিএস গ্রুপ কোম্পানি তে শিক্ষানবিশ নিয়োগ!

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles