NPCIL Recruitment 2024 : নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (NPCIL) এর পক্ষথেকে ফিল্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে ৩০০ এর বেশি শূন্যপদ রয়েছে। এখানে শুরুতে বেতন রয়েছে ৮ হাজার টাকা।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1_TNOGlhEHd0KKbFMSDhtWmXkoWLHjiH4/view?usp=sharing
গুরুত্বপূর্ন তারিখ :
| আবেদন শুরু | ১৫ মার্চ ২০২৪ |
| আবেদন শেষ | ০৪ এপ্রিল ২০২৪ |
০৪ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ এই পদটির সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
| নিয়োগ সংস্থা | নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড (NPCIL) |
|---|---|
| পদের নাম | ফিল্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার সহ বিভিন্ন |
| চাকরির ধরন | প্রাইভেট চাকরি |
| শূন্যপদ | ৩৩৫ |
| বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
| চাকরির স্থান | সারা ভারত |
| আবেদন মোড | অনলাইন |
| ওয়েবসাইট | www.npcilcareers.co.in |
পদ : প্রার্থীদের
- ফিল্টার,
- ইলেকট্রিশিয়ান,
- ওয়েল্ডার,
- ইলেকট্রনিক মেকানিক, মেসিনিস্ট
- ও COPA পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : সবমিলিয়ে মোট ৩৩৫ টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা : আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা প্রয়োজন আই.টি.আই পাস ও পাস সার্টিফিকেট।
বয়সসীমা : আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী OBC প্রার্থীরা- ০৩ বছর, ST, SC প্রার্থীরা- ০৫ বছর ও PWBD প্রার্থীরা- ১০ বছরের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি :
- অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন।
Click here Official Website : https://www.npcilcareers.co.in/RAPSTA20241503/candidate/default.aspx
- অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা সবার প্রথমে NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন।
Click here for Apply Online : https://www.npcilcareers.co.in/RAPSTA20241503/candidate/default.aspx

- তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তারপর আবেদন লিংকে ক্লিক করবেন।
- আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করে নিবেন।
- পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার সহ প্রয়োজনীয় নথিপত্র গুলো স্ক্যান করে নিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীদের ITI পাস নম্বর ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন ফী : আবেদনকারী প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার আবেদন মুল্য চার্জ করা হবে না।
আবেদনের শেষ তারিখ : আবেদন চলবে আগামী ০৪ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।