Post Office Group-D Recruitment : অষ্টম পাশে ডাক বিভাগে কর্মী নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

Post Office Group-D Recruitment : ভারতীয় ডাক ব্যবস্থা অর্থাৎ পোস্ট (Post Office)  অফিসে চাকরির সুবর্ণ সুযোগ। শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করলেই মিলবে চাকরি।আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নিযুক্ত হওয়া কর্মীকে  ভারতীয় ডাক বিভাগের গ্রুপ সি (Group – C)  কর্মী হিসাবে কাজ করতে হবে ।

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – No. DMS-8/Tech. Rectt/2023/56    Dated : 05/04/2023

আবেদন পদ্ধতি(Application Process) : 

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
  • আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
  • আবেদনকারীকে সাদা কাগজে টাইপ করে  আবেদন ফর্মের অনুকরনে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে।
  • আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে

a.  নিজের নাম——————————

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—-

c.  লিঙ্গ————————————-

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———-

e.  শিক্ষাগত যোগ্যতা————————-

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা————

g. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ—

i.  মোবাইল নম্বর————————-

j. ইমেল আইডি ————————-

k. আবেদকারী প্রার্থীর পিতার নাম————— ইত্যাদি উল্লেখ করতে হবে।

আবেদনকারীকে নিজের সই করে নির্দিষ্ট দিনের মধ্যে ডাক বিভাগ মারফৎ আবেদন পত্র টি জমা করতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে।

এবার আসা যাক শূন্য পদ সম্পর্কিত বিষয়ে(Now let’s come to the topic related to vacancies) : 

ভারত সরকারের সাধারণ ডাক (General Central Service, Group- C)  বিভাগে গ্রুপ সি কর্মী হিসাবে কাজ করতে হবে ।  এ ক্ষেত্রে একাধিক ট্রেডে শূন্য পদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । যেমন ,

১) পদের নাম – ‘ মোটর মেকানিক ‘ (mechanic- motor vehicle)

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ৩ টি

২) পদের নাম – ‘ মোটর ভেইকেল ইলেক্ট্রিশিয়ান ‘ (Electrician- motor veehicle)

শূন্যপদ –  উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ২ টি

৩)পদের নাম – ‘ ওয়েল্ডার ‘ (Welder)

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

৪) পদের নাম – ‘ টায়ার ম্যান ‘ (Tyreman )

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

৫) পদের নাম – ‘ টিন স্মিথ ‘ (Tinsmith)

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

৬) পদের নাম – ‘ পেইন্টার ‘ (Painter)

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

৭) পদের নাম – ‘ ব্ল্যাক স্মিথ ‘ (Black Smith)

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আবেদনকারীকে  স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অর্থাৎ উল্লেখিত ট্রেডে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে এবং স্বীকৃতি প্রাপ্ত হতে হবে ।

বয়স সীমা(Age Limit) : আবেদনকারীর বয়স হতে হবে ১/০৭/২০২৩ অনুযায়ী ১৮-৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতনের পরিমাণ(Amount of Salary) : প্রতি মাসে ১৯,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে।

প্রয়োজনীয় নথীপত্র(Required Documents) : আবেদন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সহ জমা দিতে হবে সেগুলি হল-

  • বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • অষ্টম শ্রেণী পাস সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • ট্রেড কোর্স Complete করার সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : আবেদনের শেষ তারিখ আগামী ১৩ই মে’ অর্থাৎ 13/05/2023।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা(Application Sent to) :  THE SENIOR MANAGER, MAIL MOTOR SERVICE, 134-A, SUDAM KALU AHIRE MARG, WORLI, MUMBAI- 400018.

আরও পড়ুন : Post Office Scheme : পোস্ট অফিসের এই স্কিমটা জানেন? ডবল হয়ে যাবে টাকা!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles