BSF Recruitment 2023 : মাধ্যমিক পাশে ভারতীয় সেনা নিয়োগ করছে ! কিভাবে করবেন আবেদন !

WhatsApp Group Join Now
Google News Follow

BSF Recruitment 2023 : বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) – এর পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি BSF Recruitment 2023।ভারতীয় যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি ও বেতন কাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করা হলো।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1-iTOb8npr_4fVDgnQK2XppBR2PFyaOwY/view?usp=share_link

পদের নাম(Name of the Post) : Radio Operator and Radio Mechanic.

মোট শূন্যপদ(Number of Vacancy) : ২৪৭ টি। (RO – ২১৭ টি, RM – ৩০ টি।)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : প্রার্থীদের মাধ্যমিক পাস সহ যেকোনো আইটিআই থেকে নূন্যতম দুবছরের যেকোনো কোর্স পাস আউট হতে হবে বা, বিজ্ঞান বিভাগে ৬০% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

মাসিক বেতন(Monthly Salary) : মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।

বয়সসীমা(Age Limit) : প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য নিয়মানুগভাবে বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি(Application Procedure) : প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে পারবেন।

Click here for 1st Time Registration : https://rectt.bsf.gov.in/registration/basic-details

আবেদন করার জন্য প্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্সের(BSF) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Click here If Already Registered : https://rectt.bsf.gov.in/auth/login

তারপর নির্দিষ্ট উইন্ডো থেকে সঠিক বিকল্প বেছে নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

আবেদন ফি(Application Fees) : এই পদগুলিতে আবেদন করার জন্য Gen./ OBC/ EWS প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ (Last Date of application) :  ১২ মে, ২০২৩।

আরও পড়ুন : ICDS Anganwari Recruitment 2023 : ICDS অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগ!যোগ্যতা মাধ্যমিক ও অষ্টম পাশ!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles